বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ০৫:৫৭:২২

বনানীর হতাহতদের জন্য হাসপাতালে যাওয়ার আকুতি সাব্বিরের

বনানীর হতাহতদের জন্য হাসপাতালে যাওয়ার আকুতি সাব্বিরের

স্পোর্টস ডেস্ক : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে  ভয়াবহ আগুন লেগেছে। ২৮ মার্চ, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বনানীতে অগ্নিকাণ্ডে ঘটনায় হতাহতদের জন্য রক্ত লাগবে । সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান।

এদিন ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে বনানীর এফআর টাওয়ারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করেন সাব্বির।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।’

বনানীর এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কাও করছেন উদ্ধারকর্মী ও সংশ্লিষ্টরা।

আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফআর টাওয়ার থেকে লাফও দেন। কয়েকজন ভবনের পাশে থাকা তার ধরে নিচে নামতে গিয়ে পড়ে যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে