বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ০৬:৩১:০৫

বনানীর আহতদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি

বনানীর আহতদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। আহতদের রাজধানীর কুমিটোলা এবং ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। আহতদের রক্তদিতে আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি আহতদের পাশে দাঁড়িয়েছেন। তার ভক্ত ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এর ব্যাপকতা বাড়ে এবং ১১ তলা পর্যন্ত বিস্তার লাভ করে। টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন বন্দি আছেন। উদ্ধারে কাজ করছেন বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে