সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫১:১৯

অবশেষে জানা গেল গেইলের বাংলাদেশ ছাড়ার আসল কারণ

অবশেষে জানা গেল গেইলের বাংলাদেশ ছাড়ার আসল কারণ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের মোট ৫ টি ম্যাচ খেলতে বরিশাল বুলসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ওয়েস্টইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই দেশ ছেড়ে চলে গেলেন গেইল। তাকে ছাড়াই কোয়ালিফায়ারের মত গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন বরিশাল বুলস। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেন নামানো হয়নি গেইলকে এই নিয়ে চলছে নানা তর্ক-বির্তক। বিগ ব্যাশ খেলা কিংবা পিঠে চোট নয় শোনা যাচ্ছে ক্যারিবীয়ান এই ব্যাটিং দানব মাঠে নামেননি পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ার কারণে। গেইলের সাথে বরিশাল ফ্র্যাঞ্চাইজির চুক্তি ছিল পাঁচ ম্যাচের জন্য। প্রত্যেকটি ম্যাচের জন্য তাকে দেয়ার কথা ছিল ২৭ লাখ টাকা। মানে, মোট ৩৫ হাজার ডলার। গেইলের হিসেবে চুক্তির সবগুলো ম্যাচই খেলা হয়েছে। কারণ, যে ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছে সেটাও তিনি হিসেবের আওতায় আনছেন। ম্যাচ খেলতে তিনি প্রস্তুত ছিলেন। বাদ পড়েন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। আর এখানেই সমস্যা দেখা যায়। বরিশাল মালিক পক্ষে দাবি তুলে গেইল যেহেতু চারটি ম্যাচ খেলছে । তাই তাকে চারটি ম্যাচের টাকাই দেয়া হবে। কিন্তু গেইল তার উল্টো। তাই তিনি কোন কথা না বাড়িয়ে রবিবার রাত আটটার ফ্লাইটে ঢাকা ছেড়ে চলে যান গেইল। দলের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিক ভাবে এসব কিছু জানানো হয়নি। বলা হয়েছে, পুরনো পিঠের ইনজুরিটা ভোগাচ্ছিল গেইলকে। আর আসন্ন বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডজের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় গেইল ঝুঁকি নিতে চাচ্ছিলেন না। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে