বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯, ০৮:৫১:৪৮

অগ্নিকাণ্ডে হতাহতের পাশে দাড়িয়ে যে আহ্বান করলেন মুস্তাফিজ

অগ্নিকাণ্ডে হতাহতের পাশে দাড়িয়ে যে আহ্বান করলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। ইতোমধ্যে ভবন থেকে উদ্ধার করা শতাধিক ব্যক্তিকে। 

বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে টাওয়ারের ভেতরে অসংখ্য লোকজন আটকে পড়ে আছেন। উদ্ধারে কাজ করছেন বিমান-নৌ বাহিনীর সদস্যরাও। ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

এদিকে আহতদের রাজধানীর কুর্মিটোলা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের পাশে দাঁড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার আহ্বান জানান।

মুস্তাফিজ তার নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

এদিকে প্রাণ বাঁচাতে ভবন থেকে পাইপ ও তার বেয়ে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৩৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে