শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯, ০১:২৪:২৭

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভিলিয়ার্স ঝড়ের পরও কোহলিদের হার

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভিলিয়ার্স ঝড়ের পরও কোহলিদের হার

স্পোর্টস ডেস্ক: বেপরোয়া শট খেলতে অভ্যস্ত এবি ডি ভিলিয়ার্স ক্রিজে থাকা মানেই বোলারদের বাড়তি টেনশন। সেই এবিডি যখন ক্রিজে। তখন ২৪ বলে ৪১ রান কি আহামরি কিছু? মোটেও না। আর হাতে যখন ৭টি উইকেট তখন তো জয়ের বিকল্প কিছুই থাকে না সমর্থকদের। কিন্তু বোমরাহর অসাধারণ বোলিংয়ে সব স্বপ্ন ভেস্তে গেছে কোহলিদের।

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ৬ রানে হেরেছে ভিলিয়ার্স-কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। লাথিস মালিঙ্গার করা প্রথম বলে ছক্কা মেরে জয়ের আশা জাগিয়ে তুললেও শেষ পাঁচ বলে এসেছে মাত্র ৪ রান। অর্থাৎ শেষ ওভারে আসে মাত্র ১০ রান।

এবিডি ভিলিয়ার্স করেন ৪১ বলে অপরাজিত ৭০ রান। তার ইনিংসটি ছিল ৪টি চার ও ৬টি ছক্কায় সাজানো। বিরাট কোহলি করেন ৪৬ রান।

মুম্বাইয়ের পক্ষে বোমরাহ চার ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। মূলত তার নৈপুণ্যেই জিতেছে রোহিত শর্মারা। ম্যান অব দ্যা ম্যাচ বোমরাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে