সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৬:২০

সেই টাইগার ক্রিকেটারের গুণগানে সাকিব

সেই টাইগার ক্রিকেটারের গুণগানে সাকিব

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত এক ইনিংস খেলে বরিশাল বুলসকে ফাইনালে তোলায় সাব্বির রহমানকে কৃতিত্ব দিলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্স অধিনায়ক আক্ষেপ করলেন আর ১০টি রান বেশি করতে না পারায়। রোববার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৬০ রান তুলেছিল রংপুর। এই টুর্নামেন্টের ধারা অনুযায়ী যেটি অনেক ভালো স্কোর। কিন্তু সাব্বিরের ৪৯ বলে ৭৯ রানের অসাধারণ এক ইনিংসে বরিশাল জিতে যায় ৫ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের কণ্ঠে ছিল সাব্বিরের জন্য প্রশংসা। “আমরা সাধ্যমত চেষ্টা করেছি। সবাই শতভাগ উজার করে দিয়েছি। কিন্তু দিনটি আমাদের ছিল না। সাব্বিরকে কৃতিত্ব দিতেই হবে। আমাদের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়েছে বরিশাল।” টুর্নামেন্টের ধারার বিপরীতে গিয়ে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। ম্যাচ শেষে সেটার জন্য পরোক্ষে আপশোসই করতে হলো রংপুর অধিনায়ককে। “আমাদের মনে হচ্ছিল, যথেষ্ট রানই করতে পেরেছিলাম। কিন্তু পরে বুঝেছি, ১০ রান কম হয়ে গেছে। শিশিরের ভূমিকাও ছিল, পরে বল ব্যাটে এসেছে ভালো।”-বিডিনিউজ২৪ডটকম ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে