সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১০:০৭:৫২

ম্যাচ হারে ‘শিশির’ দায়ী : সাকিব

ম্যাচ হারে ‘শিশির’ দায়ী : সাকিব

স্পোর্টস ডেস্ক: ব্যাটে বলে দারুণ ভারসাম্যতা দেখালেও ভাগ্যদোষে বিপিএল তৃতীয় আসরে ফাইনালে ওঠার লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। রবিবারের ম্যাচে নেতৃত্ব, ব্যাটিং-বোলিং, ফিল্ডিংয়ে কোন অংশে কমতি ছিল না সাকিবের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভাগ্যদেবী সঙ্গে না থাকায় দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হন তিনি। ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী পর্বে হারের কারণ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘আমরা বেশ ভালো পুঁজি সংগ্রহ করেছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় আমরা ১০ রান কম করেছি। তারপরও ১৬০ বেশ ভালো স্কোর ছিল। কঠিন টার্গেট ছিল।’ শিশিরে সমস্যা হচ্ছিল জানিয়ে তিনি বলেন, ‘ম্যাচ চলকালীন সময়ে এতটা শিশির পড়বে তা ধারণা করতে পারিনি। দলের তিন-চারজন দক্ষ স্পিনার থাকা সত্ত্বেও বল ‘গ্রিপ’ করা কঠিন হয়ে যাচ্ছিল। এটা তাদের সাহায্য করেছে।’ প্রতিপক্ষ দলের অলরাউন্ডার সাব্বিরের প্রশংসাও করতে ভুলেননি রংপুরের এই অধিনায়ক। সাব্বিরের অন্যন্য কৌশলে কঠিন ম্যাচটি সহজ করে নিয়েছিল বরিশাল। ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে