সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১০:২৪:১৯

বিশ্বের সেরা ৫ ক্রিকেটার হিসেবে যাদের নাম বললেন শেন ওয়ার্ন

বিশ্বের সেরা ৫ ক্রিকেটার হিসেবে যাদের নাম বললেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে মোহম্মদ আলীকে রাখেন তিনি। সেই ’৮৯ থেকে চেলসির ভক্ত। ক্রিকেটার না হলে ফুটবলার হতে চাইতেন। ব্লন্ড থেকে ব্রুনেট, মেসি থেকে রোনাল্ডো, টি-টোয়েন্টি বিশ্বকাপ— সব কিছু নিয়ে সমর্থকদের টুইটের সামনে খোলাখুলি বসে গেলেন শেন ওয়ার্ন। প্রশ্ন: আপনার বিচারে সেরা তিন অলরাউন্ডারের নাম করুন। ওয়ার্ন: স্যর গ্যারি সোবার্স। ইয়ান বোথাম। জাক কালিস। প্র: আর সেরা তিন অধিনায়ক? আপনার এবং বর্তমান প্রজন্ম ধরে? ওয়ার্ন: অ্যালান বর্ডার। মার্ক টেলর। স্টিভন ফ্লেমিং। প্র: আপনার দেখা পাঁচ সেরা ক্রিকেটার যাঁদের সঙ্গে আপনি খেলেছেন। ওয়ার্ন: অ্যালান বর্ডার, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়, মার্ভ হিউজ, মার্ক টেলর। প্র: অস্ট্রেলিয়ায় আপনার সেরা মাঠ কোনটা? যেখানে বল করতে ইচ্ছে হয়? ওয়ার্ন: গাব্বা। প্র: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার কে জিততে পারে? ওয়ার্ন: ভারত। প্র: একজন ক্রিকেটারের নাম করুন, যাঁকে বিগ ব্যাশে দেখার ইচ্ছে হয়। ওয়ার্ন: ভিভ রিচার্ডস। প্র: গ্যাটিংকে আপনার করা বলটাই কি সর্বকালের সেরা? যদি না হয়, তা হলে কোনটা? ওয়ার্ন: হ্যাঁ, ওটাই সর্বকালের সেরা। প্র: আপনার বিচারে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার কে? ওয়ার্ন: ইয়াসির শাহ ও নাথান লায়ন। প্র: দশ বছর পর টেস্ট ক্রিকেটকে কোথায় দেখছেন? ওয়ার্ন: টেস্ট ক্রিকেটের জন্য চিন্তা হচ্ছে। প্র: অস্ট্রেলিয়াকে কোচিং করাতে ইচ্ছে হয়? ওয়ার্ন: কোনও একটা আন্তর্জাতিক টিমকে কোচিং করানোর ইচ্ছে আছে। কিন্তু আমার বাচ্চারা স্কুল পাশ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্র: আপনার হবি কী কী? ওয়ার্ন: গল্ফ আর টেনিস খেলা। প্র: ক্রিকেটের বাইরে কোন স্পোর্টে নামতে ইচ্ছে করে? ওয়ার্ন: অগাস্টা মাস্টার্স বা উইম্বলডন ফাইনাল। প্র: অতীত ও বর্তমান মিলিয়ে সেরা দুই টেনিস প্লেয়ারের নাম বলুন। ওয়ার্ন: জন ম্যাকেনরো ও বিয়ন বর্গ। প্র: আপনার সর্বকালের সেরা ক্রীড়াবিদ কে? ওয়ার্ন: মহম্মদ আলি। প্র: ক্রিকেটার না হলে কী হতে চাইতেন? ওয়ার্ন: অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ফুটবলার। প্র: এমন একজন পাগলাটে সতীর্থের নাম করুন, যাঁর সঙ্গে রাতের শহর উপভোগ করতে চাইবেন। ওয়ার্ন: খুব সহজ, মার্ভ হিউজ। প্র: কোনও দিন প্লাস্টিক সার্জারি করিয়েছেন? ওয়ার্ন: কখনও না। কোনও দিন ও সব করাইনি। আর করলে সেটা বলতে আমার অসুবিধে নেই। প্লাস্টিক সার্জারি করিয়েছি, কথাটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি। প্র: ফুটবল দেখেন? মেসি না রোনাল্ডো? ওয়ার্ন: ইংলিশ ফুটবল দেখি। ’৮৯ থেকে চেলসির সমর্থক। আর মেসি-রোনাল্ডো, দু’জনেই বড় প্লেয়ার। প্র: আর ব্লন্ড না ব্রুনেট? কোনটা পছন্দ? ওয়ার্ন: দু’টোই। হা হা হা।-আনন্দবাজার ১৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে