সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১১:১৪:৩৩

‘বাংলাদেশের পরবর্তী সুপারস্টার মুস্তাফিজুর রহমান’

‘বাংলাদেশের পরবর্তী সুপারস্টার মুস্তাফিজুর রহমান’

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান ক্রিকেটের মহাতারকা কুমার সাঙ্গাকারা। আর বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত কর্ণধার মুস্তাফিজুর রহমান। দুই দেশের দুই মহাতারকা বিপিএলের তৃতীয় আসরে খেললেন ঢাকা ডাইনামাইটসের হয়ে। কোয়ালিফায়ার ম্যাচে বরিশাল বুলসের সাথে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তার দল। ১০ ম্যাচ খেলে ৬ টিতে হেরেছে ঢাকা ডায়নামাইটস। এই ১০ টি ম্যাচে মুস্তাফিজকে কেমন দেখলেন বিষয়টি নিয়ে দেশের জনপ্রিয় একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক বলেন ‘ রহস্যময়ী বোলার বলব না, তবে সে খুবই ভালো বোলার। ওর বলে বৈচিত্র্য অনেক, মানসিক গঠনটাও খুব পরিপক্ব। এ রকম বোলার খুব কমই আসে। শেখার আগ্রহ আছে, প্রতিনিয়তই শিখছে এবং উন্নতিও করছে। বাংলাদেশ দলে ওর অন্তর্ভুক্তি দলটিকে আরো শক্তিশালী করেছে। সব বিদেশি ক্রিকেটারই বলছে, মুস্তাফিজ দারুণ এক চমক। দু-তিন বছরের মাথায় ও-ই হবে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার। নিজেদের ম্যাচ পূর্ববর্তী অনুশীলনের সময় নেটে মুস্তাফিজের বল সামলিয়েছেন সাঙ্গাকারা। কেমন দেখলে তার বল খেলে। এমন প্রশ্নের জবাবে সাঙ্গাকারা বলেন। ও‘কে সামলানো সত্যিই খুব মুশকিল। মুস্তাফিজের বৈচিত্র্যের সঙ্গে মানিয়ে নিতে বেশ খানিকটা সময় লাগে। ব্যাটসম্যান যখন ওর বোলিংয়ের সঙ্গে পরিচিত হয়ে যাবে, তখন ভালো করতে গেলে ওকে আরো ভিন্নতা আনতে হবে। এখন যেমন দলের জন্য সে একটা সম্পদ, দু-তিন বছর পর সেটা ধরে রাখতে গেলে ওকে বোলিং বৈচিত্র্য আরো বাড়াতে হবে।’ সূত্র : কালের কন্ঠ ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে