রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ০১:০৪:২০

তৃতীয় ম্যাচে সাকিব খেলবে কি-না সরাসরি জানিয়ে দিলো কোচ মুডি

তৃতীয় ম্যাচে সাকিব খেলবে কি-না সরাসরি জানিয়ে দিলো কোচ মুডি

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে সানরাইজ হায়দরাবাদ এর প্রতিটি ম্যাচেই খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের মৌসুমের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে একাদশে ছিলেন সাকিব। কিন্তু গত কালকের ম্যাচে একাদশ থেকে ছিটকে জান সাকিব আল হাসান। ম্যাচে প্রথম ইনিংসে সানরাইজার্সের হয়ে ব্যাট করার সুযোগই হয়নি সাকিবের।

বোলিংয়ে এসে শুরুর দিকে বিপজ্জনক ক্রিস লিনের উইকেট পেলেও ৩.৪ ওভারে ৪২ রান গুনতে হয় বাঁহাতি অলরাউন্ডারকে। ইনিংসের শেষ ওভারে বল করতে এসে আন্দ্রে রাসেলের তোপে পড়ে দলকে ম্যাচও জেতাতে পারেননি। এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে অধিনায়ক উইলিয়ামসন ফিট হয়ে দলে ফিরলে বাদ পড়তে হয় সাকিবকে।

আইপিএল তীব্র প্রতিদ্বন্দ্বিতার টুর্নামেন্ট। দলে জায়গা পাওয়ার জন্য খেলোয়াড়রাও কঠিন লড়াইয়ে অবতীর্ণ হন। তাই এবারের আসরে নিয়মিত একাদশে জায়গা পেতে হলে দুর্দান্ত পারফরম্যান্স করা ছাড়া সাকিব আল হাসানের সামনে আর কোনো বিকল্প নেই।

তৃতীয় ম্যাচে সাকিব খেলবে কি-না সরাসরি জানিয়ে দিলো কোচ মুডি। সানরাইজার্সের এবারের দলটায় বিদেশি খেলোয়াড়ের সংখ্যা মোট আটজন। দুই বিদেশি সাকিব আর আফগানিস্তানের মোহাম্মদ নবীসহ দলে অলরাউন্ডার আছেন ছয়জন। এ ছাড়া ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রশিদ খান, জনি বেয়ারস্টো, বিলি স্টেনলেকের মতো বিদেশি তারকা রয়েছেন হায়দরাবাদের স্কোয়াডে।

আইপিএলের নিয়ম অনুযায়ী একটি ম্যাচে কোনো দল সর্বোচ্চ চারজন বিদেশিকে খেলাতে পারে। সাকিবকে তাই মাঠে নামার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে এবার।

এর মাঝে বেয়ারস্ট্রোর বদলে সাকিবের চান্স পাওয়ার সম্ভাবনা থাকলেও এবার তাকে বাদ দেওয়ার চান্স উড়িয়ে দিলেন টম মুডি। এই ব্যাপারে তিনি বলেন, ‘ওয়ার্নার-বেয়ারস্টোর শতরানের জুটি আমাদের পথ দেখিয়েছে। ডান হাতি- বাঁহাতি কম্বিনেশনে তাঁরা দুর্দান্ত খেলেছে। তাঁদের খেলায় ভিন্নতা ছিল। কিন্তু তাঁরা দুজনেই ব্যাট হাতে বিপদজনক। জয়ের কম্বিনেশনটা ধরে রাখতে হবে, পরিবর্তন করা যাবে না।

‘আবারও ওয়ার্নার ব্যাট হাতে তাঁর দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে। কলকাতার বিপক্ষে ৮০ রান করার পর রাজস্থানের বিপক্ষেও বড় রান তাড়ায় আমাদের সাহায্য করেছে। কলকাতায় হারার পর আমাদের এমন জয় খুব দরকার ছিল।’ কোচ টম মুডির কথায় বুঝা যাচ্ছে সাকিব সহজে দলে জায়গা পাচ্ছে না।

দলে চার বিদেশী কোটায় অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার এবং রশিদ খানের খেলা নিশ্চিত। বাকী একটি জায়গায় লড়াই মূলত ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো এবং টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে