সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১১:২৫:০৬

আমি দুঃখিত ও লজ্জিত: খালেদ মাহমুদ

আমি দুঃখিত ও লজ্জিত: খালেদ মাহমুদ

স্পোর্টস ডেস্ক: দল গড়েছিল চ্যাম্পিয়ন হওয়ার মতো। অথচ ঢাকা ডিনামাইটস টেনেটুনে শেষ চারে উঠতে পারল কেবল। সেখানে বরিশাল বুলসের কাছে হেরে বিপিএল থেকে বিদায়। এ ব্যাপারে যা বললেন ঢাকা ডিনামাইটসের পরামর্শক খালেদ মাহমুদ: প্রশ্ন: কেন এমন হলো? খালেদ মাহমুদ : কী আর বলব! আমরা মোটেই ভালো খেলতে পারিনি। ঢাকা ডিনামাইটস দল তৈরির সময় ফ্র্যাঞ্চাইজি মালিকরা আমার ওপর ভরসা করেছিলেন খুব। ঢাকার ক্রিকেটের পরীক্ষিতদের নিয়ে তৈরি করি দল। লটারিতে ভাগ্যের সহায়তা তেমন না পেলেও দলটি মন্দ হয়নি। বিদেশি সংগ্রহও ভালো ছিল। এ দল নিয়ে অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করা যায়; কিন্তু আমরা তা পারলাম না। এখন যদি কেউ বলে ঢাকা ডিনামাইটসের দল ভালো হয়নি, আমার তা মেনে নিতে হবে। এমন ফলের পর আসলে আর কিছু বলার থাকে না। এটুকু শুধু বলি, দলের পারফরম্যান্সে আমি দুঃখিত ও লজ্জিত। প্রশ্ন : বিপিএলে ১১ ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে ঢাকা ডিনামাইটস। এতটা বাজে দল কি তারা? মাহমুদ : সেই প্রশ্ন তো আমারও। কাগজে-কলমে আমাদের দল এত খারাপ না। কিন্তু খেলোয়াড়রা যদি পারফর্ম করতে না পারে, তাহলে জিতব কিভাবে! নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, ফরহাদ রেজা, সৈকত আলী—কারো কোনো পারফরম্যান্স নেই। অথচ ঘরোয়া ক্রিকেটে ভূরি ভূরি রান করে ওরা। অনেক অনেক উইকেট নেয়। কিন্তু বিপিএলের ১১টি ম্যাচে ওদের কারো বলার মতো অবদান নেই। প্রশ্ন : ব্যাটিং-বোলিংয়ের মধ্যে কোনটি বেশি হতাশার? মাহমুদ : সব বিভাগই হতাশার। অনেকগুলো ম্যাচে দেখবেন আমরা দুই ওভার বাজে বোলিংয়েই ম্যাচ হেরে গেছি। আবার ব্যাটিংয়ে দুই ওভারের ঝড় তুলে যে ম্যাচ জিতেছি—এমন কিন্তু হয়নি। আমার মনে হয়, বিপিএলের ছয় দলের মধ্যে সবচেয়ে বেশি ডট বল দিয়েছে আমাদের ব্যাটসম্যানরা। আসলে আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে খেলতে পারিনি। যে কারণে জেতার মতো অবস্থায় থেকেও অনেকগুলো ম্যাচ হেরেছি। বরিশালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এর সবচেয়ে বড় প্রমাণ। প্রশ্ন : ১০ ম্যাচে ১৪ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান প্রত্যাশার কতটা মেটাতে পারলেন? মাহমুদ : ওর কাছে আমার প্রত্যাশা ছিল আরো বেশি। ভেবেছিলাম, সর্বোচ্চ উইকেটশিকারির রেসে থাকবে। তবু ভুলে গেলে চলবে না, বেশির ভাগ কঠিন সময়েই মুস্তাফিজকে বোলিং করতে হয়েছে। আর ওর বিপক্ষে স্বচ্ছন্দ ছিল না কোনো ব্যাটসম্যানই। কুমার সাঙ্গাকারা তো মুস্তাফিজের ভীষণ ভক্ত হয়ে গেছে। আমার মনে হয়, নিজেকে ঠিকঠাক দেখে রাখতে পারলে ছেলেটি অনেক দূর যাবে। প্রশ্ন : একমাত্র দল হিসেবে ঢাকা ডিনামাইটসের শুরু থেকে ছিল বিদেশি অধিনায়ক... মাহমুদ : আসলে নাসিরের ওপর আমরা বাড়তি চাপ দিতে চাইনি। এ কারণে অধিনায়ক করা হয় সাঙ্গাকারাকে। নাসিরের ব্যাটিংয়ের ওপর আমরা অনেক ভরসা করেছিলাম; কিন্তু ও আমাদের হতাশ করেছে। হতাশ করেছে আসলে পুরো দলই।-কালের কণ্ঠ ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে