সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১২:০৮:১১

বিপিএলে ছক্কা হাঁকানো গেইল-মাশরাফিরা কোথায়?

বিপিএলে ছক্কা হাঁকানো গেইল-মাশরাফিরা কোথায়?

স্পোর্টস ডেস্ক : আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে এবারের আয়োজন শেষ হতে। ২০১৫ বিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের নামের তালিকায় হয়েছে হৃদয় নাড়ানো চমক। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটা ক্যারিবীয়ান ক্রিকেটার ক্রিস গেইল। বিপিএল আসরের শুরু থেকেই ঢাকায় খেলতে আসেন ক্রিস গেইল। চমকটা মূলত এখানেই। ২০১৫ বিপিএলে মাত্র ৪ টি ম্যাচ খেলেন তিনি। নিজের তৃতীয় ম্যাচে ৯টি ছক্কা হাঁকান গেইল। অন্য ৩টি ম্যাচে পান ৩টি ছয়। আর ৪ ম্যাচ খেলেই এবারের বিপিএলে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডটা নিজের করে নেন গেইল। এর পরেই উড়াল দেন এই ক্যারিবীয়ান। ২০১৫ বিপিএলে ১০টি ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ১০ টি ছক্কা মেরেছেন তিনি। জাইদি, তামিম ও নাসির ৯ টি করে ছয় মেরেছেন। লুইস, পেরেরা, সাব্বির, ইমরুল ও প্রেসনা ৭ টি করে ছয় মেরেছেন। ৬ টি করে ছয় মেরেছেন আফ্রিদি, ইয়াসির, মাশরাফি ও জিয়াউর রহমান। ১৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে