সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০১:০১:০২

অনুভূতির জন্য জাতীয় সঙ্গীত দরকার নেই : মেসি

অনুভূতির জন্য জাতীয় সঙ্গীত দরকার নেই : মেসি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিরুদ্ধে প্রায়ই অভিযোগ উঠে ক্লাব বার্সার হয়ে তিনি যতটা ভালো দেশের জন্য ততটা খারাপ। এমনকি তিনি নাকি ক্লাবের জন্য মন প্রাণ উজাড় খেললেও দেশের জন্য তা করেন না। এবার সেই পুরানো বির্তকিত কথা নিয়ে আবারো প্রশ্ন উঠল তার বিরুদ্ধে। আর তাতেই মেজাজ হারালেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। সাম্প্রতি এক সাক্ষাৎকারে যথেষ্ট রাগের সঙ্গেই লিওনেল মেসি বলেন ‘আমরা দু’টি ফাইনাল খেলেছি। কিন্তু দুটো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। শেষ ষোলয় তো আর হেরে যায়নি।’ কয়েকদিন পরই জাপানে ক্লাব বিশ্বকাপে খেলতে যাবে মেসির বার্সেলোনা। যে কারণে এই সময়টা তার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ক্লাব বিশ্বকপ খেলতে যাওয়ার আগেই এলএম টেনকে ঘিরে আবারও শুরু হয়ে গেল দেশ বনাম ক্লাব বিতর্ক। বির্তকিত এমন এক প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘যখনই আমাকে বলা হয় দেশের জার্সিতে আরও বেশি চেষ্টা করতে তখনই বিরক্ত হই। এমন ভাবে বলা হয় যেন আমরা কিছুই করিনি। বিশ্বকাপ আর কোপা আমেরিকার ফাইনালে তো খেলেছি।’ জাতীয় সঙ্গীত না গাওয়ার বিতর্ক নিয়েও মেসির ক্ষোভ। তিনি বলেন ‘জাতীয় সঙ্গীতের অনুভূতি পাওয়ার জন্য তা গাওয়ার দরকার নেই। এটা বোঝানোর জন্য আমি জাতীয় সঙ্গীত গাইতে পারবো না।’ সূত্র : ওয়েবসাইট ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে