সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০১:১৯:১৩

নিষিদ্ধ হলেন মাশরাফির সেই সেরা হাতিয়ার

নিষিদ্ধ হলেন মাশরাফির সেই সেরা হাতিয়ার

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ভালো খেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করেছেন মাশরাফির এই বড় হাতিয়ার। মাশরাফি বিন মুর্তজা যখন ফাইনালে জয় পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন দূর দেশ থেকে একটি সংবাদ এল। সংবাদটিই কাল হলো ওই ক্রিকেটারের জন্য। এর আগে ৩ বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। বেআইনী বোলিং অ্যাকশনের কারণে ২০০৮ সালে তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করা হয় মারলন স্যামুয়েলসকে। এবার তাকে ফের বোলিংয়ে নিষিদ্ধ করা হয়। অসিদের বিপক্ষে সিরিজ থাকায় বিপিএল শুরুর মাঝখানেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডাকে উড়ে যান তিনি। কিন্তু দেশের হয়ে খেলতে নেমেই বোলিংয়ে নিষিদ্ধ হন মারলন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বল করেন তিনি। এখানে তার বোলিং অ্যাকশনে অনিয়ম খুঁজে পায় আইসিসির আম্পায়াররা। এখন তাকে বোলিং পরীক্ষায় যেতে হবে। মাশরাফি একদিকে ভাগ্যবান যে তাকে ম্যাচ জয়ী ক্রিকেটার হিসাবে বেশ কয়েকটি ম্যাচে তাকে পেয়েছেন তিনি। আর এই সংবাদটি হয়তো এখন ভালো লাগবে না তার! পরবর্তী আসরকে সামনে রেখে নিজের এ শিষ্যর জন্য শুভকামনা থাকবে মাশরাফির। ১৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে