সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৪:১৪

বিপিএল ট্রফিটা মাশরাফিরই চাই

বিপিএল ট্রফিটা মাশরাফিরই চাই

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেশ শক্ত হাতেই নেতৃত্ব দিচ্ছেন জাতীয় টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একের পর এক সাফল্য দেখাচ্ছে তার দল। তবে এবার বরিশাল বুলসকে হারিয়ে সেই সাফল্যের ধারা বজায় রাখতে চান তিনি। ফাইনাল ম্যাচকে সামনে রেখে সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। সেখানেই জানালেন ফাইনাল ম্যাচ নিয়ে নিজের আকাঙ্ক্ষা ও ইচ্ছার কথা। কুমিল্লা অধিনায়ক বলেন, ‘পুরো আসরটিতে যেভাবে খেলে আসছি ফাইনালটাও তেমনই সাফল্য দিয়ে শেষ করতে চাই। ফাইনাল ম্যাচ হওয়ায় উভয দলই সাফল্য পেতে প্রাণপণ চেষ্টা করবে। আমরাও এই ম্যাচে সাফল্যের জন্য মুখিয়ে আছি।’ শুরুতে খানিকটা দূর্বল ছিল মাশরাফির কুমিল্লা। এর পর একে একে সাফল্য পেতে থাকে দলটি। সাফল্যের সেই রহস্য বর্ণনা করতে গিয়ে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘আমরা যেটুকু সাফল্য পেয়েছি তা দল হিসেবে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের ন্যায় কুমিল্লাও দল হিসেবে খেলেছে। এই সাফল্যের কৃতিত্ব দলের সবার।’ ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে