সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৯:৩৬

গেইল চলে গেছেন অন্য কারণে, সাব্বিরের কথায় রহস্যের গন্ধ

গেইল চলে গেছেন অন্য কারণে, সাব্বিরের কথায় রহস্যের গন্ধ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সাঙ্গাকারা এবং পাকিস্তানের শহিদ আফ্রিদীর বিদায়ের পর ক্রিস গেইলই ছিল এক মাত্র বিশ্বতারকা। তবে তিনিও আর খেলছেন না। প্রথম দিকে শোনা যাচ্ছিল ক্রিস গেইল তার পীঠের ব্যথার জন্য চলে যাচ্ছেন। কিন্তু গেইলের এই ব্যাখ্যা কেউ বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস করছেন না বরিশাল বুলসের ম্যানেজার সাইদুল ইসলাম নিজেও। সাইদুল ইসলাম একটি দৈনিক পত্রিকাকে মুঠোফোনে বলেন, ‘গেইল আগের দিনও ভালোভাবেই খেললো, রাতেও ছিল সুস্থ কিন্তু সকালে ঘুম থেকে উঠেই সে বলছে তার পীঠে ব্যথা। সে খেলতে পারবে না। সামনে আমাদের সেমিফাইনাল, গেইলের এই বক্তব্য আমাদের সবাইকে রীতিমতো অবাক করেছে। তবে বরিশাল বুলসের ম্যানেজার মনেকরেন, আগামী বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিগ ব্যাশ টুর্নামেন্টে অংশ নিতেই গেইল বিপিএল খেলছেন না। প্রসঙ্গত, গেইল কিছুদিন আগে ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল খেলতে এসেছেন। তাই বিগ ব্যাশকে সামনে রেখে তিনি হয়তো কোন ঝুঁকি নিতে চাইছেন না। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে গেইলকে না খেলানোর সিদ্ধান্ত সন্দেহের চোখে দেখছেন খোদ কাউন্সিল-প্রধান আফজালুর রহমান সিনহা, ‘এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে। দেখতে হবে, গেইল কেন খেললেন না। টুর্নামেন্ট শেষে বিষয়টা আমরা তদন্ত করে দেখব।’ অন্য কোনো উদ্দেশ্য বলতে কী বোঝাতে চাচ্ছেন, সেটির স্পষ্ট কোনো ব্যাখ্যা তিনি দেননি। ফ্র্যাঞ্চাইজি থেকে গেইলের চোটের যে কারণ দেখানো হচ্ছে, সেটিকেও ঠিক বিশ্বাস করতে পারছেন না সিনহা, ‘সে ক্ষেত্রে তারা আমাদের জানাতে পারত। বিসিবির ফিজিও, ডাক্তাররা প্রাথমিকভাবে দেখতে পারত কী সমস্যা। কিন্তু তারা আমাদের এ ব্যাপারে কিছুই জানায়নি। আমরা খেলার একটু আগে জানতে পারি গেইল খেলবে না। ও চলে যাচ্ছে।’ চোট নিয়ে সন্দেহটাও লুকাননি তিনি, ‘চোট থাকলে কাল (পরশু) পুরো ম্যাচে ও ফিল্ডিং করত না। মাঠেই প্রকাশ পেত সেটা।’ ম্যাচ শেষে সাব্বির রহমানের কথা শুনলে অবশ্য গভর্নিং কাউন্সিল-প্রধানের সেই সন্দেহ আরও বাড়বে। সংবাদ সম্মেলনে এসে বরিশালের এই ব্যাটসম্যান বলেছেন, ‘গেইল যে এই ম্যাচ খেলবে না, এটা আমরা গত ম্যাচের পর থেকেই জানতাম!’ কিন্তু ফ্র্যাঞ্চাইজি কোনো খেলোয়াড়কে না খেলালে তার ব্যাখ্যা চাওয়ার অধিকার কি আছে গভর্নিং কাউন্সিলের? নাম প্রকাশ না করার শর্তে কাউন্সিলের এক কর্মকর্তা বললেন, ‘আমরা হয়তো সেভাবে তা পারি না। তবে এ ধরনের টুর্নামেন্টে মানুষের দৃষ্টি থাকে বেশি। কৌতূহলও বেশি থাকে। গেইল আজ না খেলায় আমরা এখন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কাজেই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার।’ গভর্নিং কাউন্সিল কর্মকর্তারাই শুধু নন, কাল বরিশাল-রংপুর ম্যাচ চলাকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল এটাই। বিসিবি কর্মকর্তারা গেইলকে খেলতে না দেখে যারপরনাই বিস্মিত। এক পরিচালক তো এমনও বললেন, ‘গেইলকে না খেলিয়ে টুর্নামেন্টের আকর্ষণটাই কমিয়ে দিল বরিশাল। এ জন্য তাদের শাস্তি পেতে হবে।’ অন্য এক পরিচালকের মন্তব্য, ‘১৫ ডিসেম্বর পর্যন্ত গেইল পাঁচ ম্যাচ খেলবে এবং ম্যাচপ্রতি ৩৫ হাজার ডলার পাবে, এমনটাই জানানো হয়েছে আমাদের। সে অনুযায়ী গেইলের আরও একটা ম্যাচ খেলার কথা। সেটা না খেলেই সে চলে যেতে পারে না। এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে।’ সূত্র: প্রথম আলো ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে