সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৮:১৭

ডানেডিনে বড় ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

ডানেডিনে বড় ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ডানেডিনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরেছে। দুই ম্যাচ সিরিজের প্রথমটি ম্যাথুজ বাহিনী আজ ১২২ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল। সোমবার ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ২৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সফরকারীদের ইনিংস শেষ হয় ১৭৩ রানে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে শ্রীলঙ্কা ২৯৪ রানে অলআউট হয়েছিল। ১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড তিন উইকেটে ২৬৭ রানেই ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৪০৫ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৮২ রান করে। রোববার দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১০৯ রানে চতুর্থ দিন শেষে করে শ্রীলঙ্কা। সোমবার ওখান থেকেই আবারো ব্যাটিং শুরু করে ম্যাথুস বাহিনী। অধিনায়ক ম্যাথুস দলীয় ১৬৫ রানে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। কিছুটা লড়াই করেন দিনেশ চান্দিমাল ও কিথুরুয়ান ভিথানাগে। তবে ম্যাচ বের করে আনার মতো ইনিংস কেউ খেলতে পারেননি। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে চান্দিমাল সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া ভিথানাগে ৩৮ ও সিরিওয়ার্দানা করেন ২৯ রান। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি সর্বোচ্চ তিনটি উইকে লাভ করেন। এছাড়া সাটনার, ওয়াগনার ও বোল্ট নেন একটি করে উইকেট। ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে