সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৪:৪০

ফেঁসে যাচ্ছেন টাইগার বিজয়

ফেঁসে যাচ্ছেন টাইগার বিজয়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয় বাড়িওয়ালার ছেলেকে মারধরের অভিযোগে ফেঁসে যাচ্ছেন। রবিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার গৌরিশংকর আগরওয়ালা সড়কের হাজী আব্দুল হালিমের চারতলা বাড়িতে বাড়িওয়ালার ছেলে মোতালেব হোসেন বাপ্পী (২৪)কে মারধর করেন। সোমবার দুপুরে এই অভিযোগে বাপ্পীর বাবা কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ’ বাপ্পীর বাবা আব্দুল হালিম জানান, ‘চার বছর ধরে ক্রিকেটার এনামুল ও তার বাবা সপরিবারে ভাড়া থাকেন। বাড়ির নিচতলায় একটি গোডাউন রয়েছে। সেখানে বাড়িওয়ালার দোকানের চাল-ডালসহ কিছু মালামাল রাখা হয়। গতকাল রবিবার সকালে বাপ্পী গোডাউন খুলতে গেলে দেখতে পায় নিজেদের তালার পরিবর্তে অন্য একটি তালা মারা রয়েছে। তখন এ বিষয়ে বিজয়ের বাবা জামিল হোসেন লিচুকে জিজ্ঞাসা করলে দুজনের মধ্যে কিছু বাক-বিতণ্ডা বাধে। এরপর এ বিষয়ে জামিল হোসেন লিচু ঢাকায় থাকা তার ছেলে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়কে ফোন করে বাড়িওয়ালার ছেলে তাকে অপমান করেছে বলে জানান।’ তিনি আরও জানান, ‘রবিবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি নিয়ে বিজয় ও তার তিন বন্ধু কুষ্টিয়ায় এসে তিন তলায় বাড়িওয়ালাকে ডাকেন। এ সময় ঘরে থাকা বাপ্পীর মা রাবেয়া খাতুনসহ পরিবারের লোকজন তাদের ভেতরে আসতে বলেন। বিজয় বাপ্পী কোথায় আছে জেনে নিয়ে সেখান থেকে নেমে শহরের বড় বাজারস্থ বিসমিল্লাহ ট্রেডার্সে যায়। সেখানে বাপ্পীকে রাত ৯টার দিকে বাড়ির কাছে ডেকে নিয়ে আসেন। এরপর বাড়ির নিচ তলায় গেটের ভেতর ঢুকিয়ে বিজয়ের হাতে থাকা বেজ ব্যাট ও তার ভাই সজিবের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে তাকে আঘাত করতে থাকেন। আত্মরক্ষার্থে বাপ্পী দৌড়ে তিন তলায় নিজ ঘরে প্রবেশ করলে হামলাকারী বিজয় ও তার সহযোগীসহ সাতজন এলোপাতাড়িভাবে আঘাত করে। এক পর্যায়ে বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বিজয় ও তার সঙ্গীরা চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাপ্পীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’ ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে