সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৯:৫০

‘মাশরাফি আমাকে খেলোয়াড়দের মাঝে না যেতে অনুরোধ করেছিলেন’

‘মাশরাফি আমাকে খেলোয়াড়দের মাঝে না যেতে অনুরোধ করেছিলেন’

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের নেতৃত্ব দিয়ে মাশরাফি বিশ্বকাপ থেকে শুরু করে একের পর এক বিশ্বের বাঘা বাঘা দলকে হারিয়ে শিরোপা এনে দিয়েছেন। বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিয়েও শিরোপা জিতেছেন তিনি। মাশরাফি বিপিএলের তৃতীয় আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে দলকে এনেছেন ফাইনালে। বিপিএলের তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব নিয়েই তিনি দলকে পৌঁছে দিলেন ফাইনালে। এই সফলতার পেছনে রহস্য কি? রহস্যের গল্পটা উন্মোচন করেছেন দলটির মালিক নাফিসা কামাল নিজেই। ইংরেজী দৈনিক নিউ এজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, বিপিএল শুরুর আগে মাশরাফি তাকে একটা অনুরোধ করেছিলেন। মাশরাফি আমাকে বলেছিলেন, ম্যাচ চলাকালে আমি যেন ‘প্লেয়ার জোন’ বা খেলোয়াড়দের মাঝে প্রবেশ না করি। মাশরাফির মতে, ম্যাচের সময় মালিকপক্ষের লোক প্লেয়ার জোনে সহজ অনুপ্রবেশ থাকলে সেটা খেলোয়াড়দের উপর বাড়তি চাপ পড়তে পারে। নাফিসা কামাল বলেন, তিনি সেই কথা রেখেছেন। কোন ম্যাচেই ডাগ আউটে আসেননি তিনি। আর চাপমুক্ত ভাবেই ফাইনালের টিকেট পেয়ে গেছে মাশরাফির দল। নাফিসা কামাল বলেন, আমি প্লেয়ার জোনে যাই না। আমি আসে পাশে থাকলে হয়তো তারা চাপ অনুভব করতে পারে। তাই, দলীয় ভাবেই আমরা সিদ্ধান্ত নেই ম্যাচের সময় ওখানে থাকবো না। ওদের সাথে আমার ম্যাচের আগে কথা হয়, পরে কথা হয়। কিন্তু, ম্যাচের সময় কোন ভাবেই না। দলের মালিকদের কাছ থেকে যে সব রকমের সহযোগীতা পাচ্ছেন এর আগে মাশরাফি নিজেও এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছিলেন। তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি আমাদের সব রকমের সহযোগীতা করছে। অনেক দল আছে যেখানে অনেক বিষয়ে মালিকদের হস্তক্ষেপ থাকে। সেদিক থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভাগ্যবান। ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে