সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৩:৫৯

ফাইনালকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথা জানালেন মাশরাফি

ফাইনালকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথা জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ফাইনালে মঙ্গলবার মুখোমুখে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। আর এই ম্যাচকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা দল। তবে বরিশাল বুলসের পক্ষে ক্রিস গেইল না থাকায় কুমিল্লা দল কিছুটা স্বস্তিতে রয়েছে বলে জানিয়েছেন মাশরাফি। তবে গেইল বিহীন বরিশালকে মোটেই সহজ প্রতিপক্ষ ভাবছেন না তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় বরিশাল বুলসের বিপক্ষে বিপিএলের তৃতীয় আসরের শিরোপা লড়াইয়ের আগের দিন সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘গেইল না থাকায় আমাদের জন্য কিছুটা স্বস্তি। তবে বরিশাল কিন্তু গেইলকে ছাড়াই অধিকাংশ ম্যাচ জিতেছে। তাই সহজেই বোঝা যাচ্ছে বরিশাল কোন সহজ প্রতিপক্ষ নয়। যদি গেইল খেলতো তাহলে তাকে নিয়ে আলাদা গেম প্ল্যান করতে হত। তাই ওদের দলে গেইল না থাকায় আমরা আরো সতর্ক হয়ে মাঠে নামব।’ বিপিএলের শেষ তিনটি ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। তাই এই জায়গাটাতেও ভয় মাশরাফির। এ বিষয়ে কুমিল্লার অধিনায়ক বলেন, ‘গেইলকে ছাড়াই কিন্তু বরিশাল প্রথম দিকে কয়েকটা দুর্দান্ত জয় পেয়েছে। তার ওপর ওদের দলে লোকাল এবং কিছু ভালো মানের বিদেশি খেলোয়াড় আছে যারা কিনা একাই একটি টি২০ ম্যাচ পরিবর্তন করে দেয়ার ক্ষমতা রাখেন। তাই আমরা ফাইনালে সতর্কতার সঙ্গেই মাঠে নামবো।’ ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে