সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৯:১১

ফাইনালকে ঘিরে বরিশালের পরিকল্পনার কথা জানালেন শাহরিয়ার নাফিজ

ফাইনালকে ঘিরে বরিশালের পরিকল্পনার কথা জানালেন শাহরিয়ার নাফিজ

স্পোর্টস ডেস্ক: টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব চলতি বিপিএলে বরিশাল বুলসের হয়ে চারটি ম্যাচে অংশ নিয়েছেন। তবে অস্ট্রেলিয়ায় আগামী ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশে অংশ নিতে বরিশাল বুলসের পক্ষে ফাইনাল না খেলেই উড়াল দিয়েছেন। তাই মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে গেইলকে ছাড়াই মাঠে নামবে বরিশাল। তবে গেইল বিহীন দল নিয়েই কুমিল্লার সঙ্গে লড়াই করে শিরোপা ঘরে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির অন্যতম সেরা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিজ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নাফিজ বলেন, ‘গেইল দলে নেই, তাতে কোনো সমস্যা হবে না বলেই আমি মনে করি। ওকে ছাড়াও আমরা জিতেছি। সবাই মিলে যদি পারফর্ম করি, তবে কালকেও (মঙ্গলবার) আমরা জিততে পারবো।’ ফাইনালে নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগী থাকবে বরিশাল বুলস। এ বিষয়ে নাফীস বলেন, ‘আমরা লিগ পর্ব এবং কোয়ালিফায়ারে ভালো খেলে ফাইনালে এসেছি। সেই খেলাটাই আমরা ধরে রাখতে চাই। আমরা ফাইনাল ভেবে নয়, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তাহলেই আশা করি আমরা শিরোপা জিততে পারবো। তবে ওদের (কুমিল্লা) বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। যার রেজাল্ট আপনারা আগামীকাল দেখতে পাবেন।’ বরিশালের ছেলে হয়ে বরিশাল বুলসের দলে খেলতে পেরে দারুণ অনুপ্রাণিত হয়েছেন শাহরিয়ার নাফীস। রংপুর রাইডার্সের বিপক্ষে খুব দ্রুত দুটো উইকেট পড়ে গেলেও ৪২ রানের এক কার্যকরী ইনিংস খেলেছিলেন বরিশালের এই বাঁহাতি টপঅর্ঢার ব্যাটসম্যান। এ বিষয়ে নাফীস বলেন, ‘হ্যাঁ। বরিশালের ছেলে হয়ে বরিশাল দলে খেলাটা আমাকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করছে। আমি চেষ্টা করবো ফাইনালে আরও ভালো খেলতে।’ ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে