সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১০:০৭:১৪

মাহেলা-সাঙ্গার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে শ্রীলঙ্কা

মাহেলা-সাঙ্গার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ডানেডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ১২২ রানের সচনীয়ভাবে পরাজিত হয়েছেত সফররত শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই হারের পর বারবারই আলোচনায় আসছে দলটির সাবেক দুই কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার নাম! এটা এখন প্রমানিত সত্য যে এই দুই মহাতারকা দলটির জন্য ছিল বটবৃক্ষ। তাদের অভাব সহজে পূরণ হওয়ার নয়। তবে বারবার এই প্রসঙ্গ উঠাতে একটু বিরক্ত হয়েই লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলে দিয়েছেন, এখন কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারাকে নিয়ে কথা বলা বন্ধ করা উচিৎ। জয়াবর্ধনে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ২০১৪ সালে। এই বছর তাকে অনুসরণ করেছেন সাঙ্গাকারাও। এরপর থেকে টেস্ট ক্রিকেটে রীতিমতো সংগ্রাম করে যাচ্ছে দ্বীপ দেশটি। মাঝে যদিও লংকানরা ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতেই দেয়নি। হারতে হয়েছে এর আগে পরে পাকিস্তান এবং ভারতের সঙ্গে। নিউজিল্যান্ড সফরে গিয়ে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু করেছে পরাজয় দিয়ে। আর এ কারণেই বারবার আসছে সাঙ্গা-মাহেলার নাম। আসারই কথা, এই দু’জন বহুদিন একজোট হয়ে খেলে লংকান ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তবে একই সঙ্গে এটাও ঠিক, লঙ্কার এই দলে এখন তরুণদের ছড়াছড়ি। সেদিকে ইঙ্গিত করে ম্যাথিউজ বলছেন, ‘তারা অনেক সাহস দেখিয়েছে। কারও এই ম্যাচে অভিষেক হয়েছে, কেউ দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ খেলছে। আমরা সবসময়ই বলেছি, দলে সাঙ্গাকারা এবং মাহেলার অভাব পূরণ হওয়ার নয়। তারা ইতিহাস। আমরা দায়িত্ব নিয়ে সামনের দিকে এগোতে চাই। চেষ্টা করে যেতে চাই বড় স্কোর করতে।’ সত্যি তো জয়াবর্ধনে এবং সাঙ্গাকারার ক্যারিয়ারে যত টেস্টে খেলেছেন লংকান দলের সব খেলোয়াড় মিলেও তা খেলেননি। ১৪৯ টেস্টে জয়াবর্ধনের গড় ৪৯.৮৪। ১৩৪ টেস্টে সাঙ্গাকারা করেছেন ১২ হাজার ৪০০ রান। গড় ৫৭.৪০। ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে