সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ১০:২২:৫৯

বরিশাল দলে দুঃসংবাদ, বাদ পড়তে যাচ্ছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান

বরিশাল দলে দুঃসংবাদ, বাদ পড়তে যাচ্ছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে গেইল বিহীন বরিশাল মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লার। তবে মাঠে নামার পর্বেই বরিশাল দলে দুঃসংবাদ আঘাত হেনেছে। মূলত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান পায়ের পেছনের দিকে চোট পেয়েছিলেন বরিশাল বুলসের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। পরে বেশখানিকটা সময় খুড়িয়ে-খুড়িয়ে ফিল্ডিং করেন তিনি। তবে মঙ্গলবারের ফাইনাল ম্যাচে তার খেলার ব্যাপারে শঙ্কা চেপে বসেছে। সোমবার বিকেলে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে সংবাদ সম্মেলনে হাজির হন শাহরিয়ার নাফীস। এতেও শঙ্কা জোরালো হয়, তাহলে মাহমুদুল্লাহ কোথায়? তবে সেই শঙ্কা দূর করলেন বরিশাল বুলসের অন্যতম কর্নধার রিজওয়ান বিন ফারুক। মঙ্গলবার সন্ধ্যায় বিপিএলের ফাইনালে রিয়াদ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বরিশালের এই কর্মকর্তা বলেন, ‘মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা ইনজুরির সমস্যা আছে। তার ডাক্তারি পরীক্ষা চলছে। তার ইনজুরির ধরনটা খুব বেশি গুরুতর নয়। আশা করছি সে ম্যাচে খেলতে পারবে।’ ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে