মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৬:২৯

গিলক্রিস্টের রেকর্ড ভাঙলেন ম্যাককলাম!

গিলক্রিস্টের রেকর্ড ভাঙলেন ম্যাককলাম!

স্পোর্টস ডেস্ক : গিলক্রিস্টের রেকর্ডে ভাগ বসালেন ব্র্যান্ডন ম্যাককলাম। তাও আবার ছক্কা হাকিয়ে। রবিবারটা দারুণ গেল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। দলের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককলামের ব্যাটে লেগে বল যখন সোজা বাউন্ডারি পেড়িয়ে গেল তখনই লেখা হল ইতিহাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি ওভার বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে রেকর্ড ভেঙে দিলেন ম্যাককলাম। ম্যাককলামের মোট ছক্কার সংখ্যা ১০০ ছাড়ালো। একইদিনে শ্রীলঙ্কাকে ১২২ রানে হারিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে নিলো কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন গুপ্তিল। দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেললেন টম লাথাম। প্রথম ইনিংসে ৪৩১ রান করেছিল নিউজিল্যান্ড। কিন্তু শ্রীলঙ্কা ২৯৪ রানেই গুটিয়ে যায়। অনেক রানের লিড থাকায় দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ২৬৭ রানেই ইনিংস ঘোষণা করে দেন ম্যাককলাম। যে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে