মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:২১:৫৫

ধোনি চ্যাম্পিয়ান ক্রিকেটার : রবি শাস্ত্রী

ধোনি চ্যাম্পিয়ান ক্রিকেটার : রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : গত একবছরে ব্যাট হাতে তেমন রান আসেনি৷ সরে দাঁড়িয়েছেন টেস্ট দল থেকে৷ বিজয় হাজারেতেও রানের খরা চলছে৷ আন্তর্জাতিক ক্রিকেটে কি মহেন্দ্র সিং ধোনির সময় শেষ হয়ে আসছে? রবি শাস্ত্রী বলছেন, ‘ধোনি চ্যাম্পিয়ান ক্রিকেটার৷ ওর ক্রিকেটীয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই৷ সীমিত ওভারের ক্রিকেটে ও যা করেছে, তা কেউ করতে পারেনি৷ আর খেতাব জেতার কথা যদি বলেন, ধোনির থেকে বেশি ট্রফি কি কেউ জিতেছে?’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের খেলা দেখে অনেকেই চমকে গিয়েছেন৷ শাস্ত্রী কিন্তু একটুও অবাক নন৷ বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের খেলা দেখে অবাক হতে যাব কেন? দলের জন্য আমি গর্বিত৷ দলের প্রত্যেকের কৃতিত্ব প্রাপ্য৷ ওরা দুর্দান্ত খেলেছে বলেই দক্ষিণ আফ্রিকা এ ভাবে হেরেছে৷’ ঘূর্ণি উইকেট তৈরি করার জন্য তো আপনাদের সমালোচনা কম হয়নি? ‘যে উইকেটে এখন ক্রিকেট খেলা হয়, তা মোটেই ভয়ঙ্কর নয়৷ লোকে যা খুশি বলতে পারে৷ আমি শুধু স্কোরবোর্ড দেখি৷ দক্ষিণ আফ্রিকাকে ভারত ৩-০ হারিয়েছে, এর বাইরে আর কোনও কথা হবে না৷ টুইটারে কে কী বলল, তা দিয়ে কী যায় আসে? লোকের কথায় স্কোরবোর্ড তো আর বদলে যাবে না৷’ রোহিত শর্মারও পাশে দাঁড়িয়েছেন শাস্ত্রী৷ বলেন, ‘রোহিত বয়সে এখনও তরুণ৷ ওর উপর টিম ম্যানেজমেন্টের যথেষ্ট ভরসা আছে৷ আর আমরা ধৈর্য ধরতেও প্রস্তুত৷’ চেতেশ্বর পুজারা বারবার বোল্ড হচ্ছেন কেন? ভারতীয় দলের ডিরেক্টরের উত্তর, ‘পরের টিম মিটিংয়ে এটা নিয়ে কথা হবে৷ এখন শুধু পুজারার ১৪৫ রানের ইনিংসটাই মাথায় আছে৷ ও বেশ কিছুদিন প্রথম দলের বাইরে ছিল৷ এরপরও কিন্তু ও সুযোগ পেয়েই একটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল৷’ ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে