মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৬:৪৩

২০১৫ বিপিএলের ফাইনালে এগিয়ে যে দল

২০১৫ বিপিএলের ফাইনালে এগিয়ে যে দল

স্পোর্টস ডেস্ক : ফাইনালের জন্য কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল বুলস। ২০১৫ বিপিএলে কোন দল কেমন খেলেছে সে তথ্যও রয়েছে এই প্রতিবেদনে। দুই দলের নানা সমীকরণ দেখে ধারনা করা যায় যে কোন দল এগিয়ে আছে শিরোপা জয়ের জন্য। গ্রুপ পর্বের ম্যাচে বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুইবার মুখোমুখি হয়। এই দুই ম্যাচের ফলাফল কুমিল্লার পক্ষে। দুটি ম্যাচেই বড় জয় পায় কুমিল্লা। একটিতে আট উইকেট ও অন্যদিকে সাত উইকেটে জয় পায় কুমিল্লা। এদিক থেকে এগিয়ে কুমিল্লা। অন্যদিকে মাশরাফি এর আগে দুইবার শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন। শিরোপা ভাগ্য এবারও তার দিকে যায় কিনা সেটা দেখার বিষয়। বরিশাল দলের তারকা গেইল, লুইচ ও ইমাদ ওয়াসিম দলে নেই। অন্যদিকে কুমিল্লার নারিন ও মারলন চলে গেলেও শেহজাদ ও মালিক এসে ম্যাচ জয়ে অবদান রাখেন। বরিশাল দলের বোলার খারাপ না হলেও ব্যাটসম্যানদের নিয়ে সমস্যা রয়েছে। এ দিক থেকে বলা যায় কুমিল্লা বেশ এগিয়ে। বিপিএলের সেরা আবিস্কার রনি রয়েছেন এই দলে। তবে দেখা যাক ২০১৫ বিপিএলে চমক দেখানো বরিশাল বুলস শেষ ম্যাচে চমক দেখাতে পারে কিনা। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে