মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, ১২:২৫:১৯

২৫ বলে সেঞ্চুরি আর ২০ ওভারে ৩২৬!

২৫ বলে সেঞ্চুরি আর ২০ ওভারে ৩২৬!

স্পোর্র্টস ডেস্ক : ২৫ বলে সেঞ্চুরি আর ২০ ওভারে ৩২৬! স্কটল্যান্ডের ক্রিকেটার জর্জ মুনশে টি-২০ ক্রিকেটে মাত্র ২৫ বলে সেঞ্চুরি করেছেন। প্রথম ১৭ বলে তিনি তার ফিফটি পূর্ণ করেন। আর সেঞ্চুরি করতে পরে নেন মোটে আট বল। ওখানেই থামেননি তিনি। আউট হওয়ার আগে ৩৯ বলে খেলেছেন ১৪৭ রানের ইনিংস। তার দল গ্লৌচেস্টারশায়ার ২০ ওভারে ৩ উইকেটে ৩২৬ রান তোলে।

৩৯ বলে ১৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেট বিশ্বে নতুন চমক সৃষ্টি করেছেন স্কটল্যান্ডের এ ব্যাটসম্যান। তার ইনিংসটি ছিল ৫টি চার আর ২০টি ছক্কায় সাজানো।

এই ম্যাচের কথা যখন আসছে তখন টি-২০ ক্রিকেটের ব্যক্তিগত এবং দলীয় সর্বোচ্চ রানের কথা না এসে পারে না। দ্রুততম সেঞ্চুরির বিষয়টিও চলে আসে। টি-২০ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ক্রিস গেইলের ১৭৫। ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে পুনের বিপক্ষে বিগ বস ওই ইনিংস খেলেন। সেঞ্চুরি করেন মাত্র ৩০ বলে। যা টি-২০ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ব্যাঙ্গালুরু ওই ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় ইনিংস আফগানিস্তানের। চলতি বছরই আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা ৩ উইকেটে ২৭৮ রান তোলে। আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ওই ম্যাচে খেলেন হার না মানা ১৬২ রানের ইনিংস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে