মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৫:৩৮

বিপিএলকে বিদায় জানাতে বিসিবির আয়োজনে যা থাকছে

বিপিএলকে বিদায় জানাতে বিসিবির আয়োজনে যা থাকছে

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বিপিএলের আসর। ২০ নভেম্বর হয় উদ্ভোধনী অনুষ্ঠান। আর এবার বিপিএলকে বিদায় জানানোর পালা। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি বরিশাল বুলস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছ’টায়। এর পরেই শেষ হচ্ছে ২০১৫ বিপিএল আসর। এই আসরকে স্বরণীয় করে রাখতে বিসিবির রয়েছে বিশেষ আযোজন। লড়াই শেষে আকাশ জুড়ে আলোকিত হবে আতশবাজির বর্ণিল আলোকচ্ছ্বটা। রক ও হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ এই মাঠকেই মাতিয়ে তুলবেন নাচে আর গানে। তারা নিজেদের নানা পছন্দের গান হিসাবে অসামাজিক, জীবনধারা, অবাক ভালোবাসা, মৌনতাসহ আরো অনেক গান পরিবেশন করবেন। তাদের পরে শুভ্র দেবও মাঠ মাতাবেন। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে