মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০১:০৭:৪৪

বক্সিংয়ের নিয়ম পাল্টাতে অামেরিকায় এক মুসলিম তরুণী

বক্সিংয়ের নিয়ম পাল্টাতে অামেরিকায় এক মুসলিম তরুণী

স্পোর্টস ডেস্ক : বাড়ি তার আমেরিকায়। আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা বক্সিং। এই মেয়েটিরও প্রিয় খেলা বক্সিং। আমেরিকার ১৫ বছর বয়সের মেয়ে আমাইকা জাফর তার বাবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে হয়ে ওঠেন বক্সিং পাগল। তবে এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তার ধার্মিকতা। বক্সিংয়ের স্বাভাবিক নিয়ম মাফিক হিজাব পড়ার কোনো উপায় নেই এখানে। তবে হিজাব পড়ে অংশ নিয়ে বেশ কয়েকটি ইভেন্টে সাফল্য পেয়েছেন আমাইয়া জাফর। আমেরিকার জনপ্রিয় পোর্টাল ওয়াসিং ডিসিকে তিনি জানান, বক্সিংয়ের চলমান নিয়মগুলো বেশ পুরনো। এখানে পরিবর্তন আনা দরকার। অনেকে এই খেলা থেকে অনেকে দূরে থাকবে এটা হতে পারে না। তাই বক্সিংয়ের নিয়ম পাল্টাতে জেতে উঠেছেন এই মুসলিম তরুণী। আমাইকা চান বক্সিংয়ে হিজাব পড়ে অংশ নেয়ার চূড়ান্ত অনুমোদন। ওয়াশিংটন পোষ্ট জানায়, হিজাব পরে বক্সিংয়ে অংশ নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র বক্সিং কর্তৃপক্ষ আন্তর্জাতিক বক্সিং সংগঠন এআইবিএ-কে জানিয়েছে। বক্সিংয়ের কিছু নিয়ম নিয়ে এআইবিএ এর সঙ্গে মতবিরোধ রয়েছে যুক্তরাষ্ট্র বক্সিং কর্তৃপক্ষের। তবে হিজাবের বিষয়ে এখনো কোনো সাড়া দেয়নি এআইবিএ। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে