মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪২:০৯

বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়ায় তীব্র সমালোচনার মুখে গেইল

বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়ায় তীব্র সমালোচনার মুখে গেইল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে ৫টি ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্টইন্ডিজের ক্রিকেট দানব ক্রিস গেইলের। কিন্তু একটি ম্যাচ বাকি থাকতেই ‘বিগ ব্যাশ’ খেলতে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমান তিনি। এই কর্মকান্ড নিয়ে কম সমালোচনা পাত্র হননি জ্যামাইকার ক্রিকেটের এই রাজপুত্র। মূলত স্বল্প আসরের টি২০ ক্রিকেট যেন গেইলের নেশায় পরিণত হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে ঘুরে ঘুরে ক্রিকেট খেলে ছক্কা হাঁকানো আর ক্রিকেট পাগলাদের আনন্দ দেয়াই তার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। টাকা নিয়ে বনিবনা না হওয়ায় বিপিএল তৃতীয় আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার না খেলেই উড়ে গেছেন মেলবোর্ন। সেখানে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের সাথে যোগ দিয়েছেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন ক্যারিবীয়ান এই ক্রিকেট দানব। তারপর থেকে টেস্ট ক্রিকেটে তার কোন উপস্থিত নেই। সম্প্রতি অস্ট্রেলিয়ান মিডিয়া সংবাদ মাধ্যম গেইলকে নিয়ে লিখেছে তিনি নাকি শুধুই টাকার পেছনে ঘুরে। বিশ্বের যেখানে আকর্ষণীয় টি-টোয়েন্টি লিগ, সেখানেই গেইল। কিন্তু এই সমালোচনা শোনার মানুষ নন গেইল। বলেছেন, "কোনোভাবেই আমি টেস্ট দলের (হোবার্টে) অংশ হতে পারতাম না। কেবলই ইনজুরি থেকে ফিরছি আমি।" হোবার্টে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে তিনদিনেই বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রসঙ্গ এসেছে গেইলের কথায়। তবে গেইল আশাবাদ ব্যক্তে করে বলেছেন, ‘সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ২০১৬ সালের মধ্যে টেস্টে ফিরবো।’ হোবার্ট টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ দলের অনেক সমালোচনা হয়েছে। কিন্তু গেইল মনে করেন, তরুণ দলটিকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। রাতারাতি সবকিছু ভালো হয়ে যাওয়া সম্ভব না। গেইল বলেছেন, "এটা তরুণ দল। সবসময় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ওপর কঠোর না হয়ে দলটিকে সময় দিতে হবে। রাতারাতি কিছু হবে না...আমাদের সময় দিতে হবে। মনে পড়ে যায় একসময় আমরা কিভাবে অস্ট্রেলিয়াকে শাসন করতাম। এখন হচ্ছে তার উল্টোটা। প্রার্থনা করি, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে।" প্রসঙ্গত, বিপিএল আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে গেইলের অনুপস্থিতি নিয়ে অনেক ধোঁয়াশার পর এবার অস্ট্রেলিয়ায়ও সমালোচনার মুখে গেইল। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে