মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৩:১০

লোভী গেইল!

লোভী গেইল!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বরিশাল বুলসের তারকা খেলোয়াড় ছিলেন ক্যারিবীয়ান ক্রিকট দানব ক্রিস গেইল। বরিশাল বুলসের সাথে ৫টি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ৪টি ম্যাচ খেলেই ‘বিগ ব্যাশ’ খেলতে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমান। এই কর্মকান্ড নিয়ে কম সমালোচনা পাত্র হননি জ্যামাইকার ক্রিকেট রাজপুত্র। অস্ট্রেলিয়ার সংবাদপত্র সিডনি ডেইলি টেলিগ্রাফ "গেইল প্রহসন" শিরোনামে সংবাদ প্রচার করেছে। সেখানেই একপ্রকার লোভী গেইলের কথা বলা হয়েছে। প্রত্রিকাটি দাবি করছে গেইল টেস্ট না খেলে যেখানে স্বল্প আসরের টি২০ সেখানেই তিনি ছুটে যান। মূলত তার টাভের প্রতি লোভের কারণে টেস্টে খেলছেন না তিনি। এছাড়া পত্রিকাটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার অংশগ্রহনের কথাও উল্লেখ্য করেছেন। তবে গেইল বলছে, "আমি টেস্ট থেকে অবসর নেইনি। আশা করি আগামী ২০১৬ সালের মধ্যে টেস্ট ক্রিকেটে ফিরবো। ইনজুরিতে পড়ায় অনেক দিন ব্যাট করতে পারিনি। এরপর একটি খেলায় (বিপিএলে) ৯২ করলাম। পরের দিন মনে হচ্ছিল বাসের সাথে দুর্ঘটনা হয়েছে আমার। শরীর তৈরি হতে সময় নেয়।" প্রসঙ্গত, স্বল্প আসরের টি২০ ক্রিকেট যেন গেইলের নেশায় পরিণত হয়েছে। এক দেশ থেকে আরেক দেশে ঘুরে ঘুরে ক্রিকেট খেলে ছক্কা হাঁকানো আর ক্রিকেট পাগলাদের আনন্দ দেয়াই তার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। বর্তমানে ‘বিগ ব্যাশ’ খেলতে মেলবোর্ন রেনেগেডসের সাথে আছে জ্যামাইকান এই রাজপুত্র। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে