মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৬:২২

আপনার দৃষ্টিতে কে হবে বিপিএলের সেরা অল রাউন্ডার?

আপনার দৃষ্টিতে কে হবে বিপিএলের সেরা অল রাউন্ডার?

স্পোর্টস ডেস্ক: বরিশাল বুলস ও কুমিল্লার ম্যাচ দিয়ে আজ পর্দা নামবে কোটি ভক্তের মনকোঠার প্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাকিব-রনি ও বিদেশি খেলোয়াড় কেভিন কুপার-জায়েদিদের পদচারণায় মুখরিত ছিল বিপিএল তৃতীয় আসর। বাইশ দিনের এ টৃর্ণামেন্টে কে হবেন সেরা অল রাউন্ডার এই নিয়ে প্রশ্নের দানা বাঁধতে শুরু করেছে ভক্ত-সমর্থকদের মনে। আপনার দৃষ্টিতে কে হবেন বিপিএল ৩ এর সেরা অলরাউন্ডার? সমানতালে লড়াই চলছে দুই ফাইনালিস্টের চার ক্রিকেটার রনি-জায়েদি ও সাব্বির-কুপারের মধ্যে। বিপিএল তৃতীয় আসরের ফাইনালেও তাই চোখ টানবেন কিছু ক্রিকেটার। নি:সন্দেহে কুমিল্লার বড় ভরসা আশার জায়েদি ও রনি । এবারের আসরে জায়েদি ১৬ উইকেট নেয়া ছাড়াও ব্যাট হাতে নিয়েছেন ১৯৭ রান। তার এই অবিশ্বাস্য সাফল্যের সুবাধে ৩৪ বছর বয়সেও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন তিনি। সেটা হোক ইংল্যান্ড কিংবা পাকিস্তানের জার্সিতে। আবার প্রথম বিপিএলেই বাজিমাত নেত্রকোনার ছেলে আবু হায়দার রনি। এই বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তার নাম। রনি জাইদি কুমিল্লার হলে বরিশালে আছেন সাব্বির রহমান। গেইল ছাড়াও বুলস পারে এই তত্ব প্রতিষ্ঠিত করেছেন নিজেই। প্লে অফে টানা দুই ফিফটিতে সাব্বির এখন ফাইনালের প্লেয়ার টু ওয়াচ। বরিশাল বোলিংয়ে বড় নক্ষত্র কেভন কুপার। ২০ উইকেট নিয়ে আসরে দ্বিতীয় সেরা বোলার। ব্যক্তিগত অর্জন নয়, দলের প্রয়োজনই যার কাছে শেষ কথা। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে