মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৪:৩১

মেসি-রোনালদোর চেয়ে একাই সমান এক ফুটবলার

মেসি-রোনালদোর চেয়ে একাই সমান এক ফুটবলার

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দু’জনই বর্তমান ফুটবল বিশ্বের সেরা দুই ফুটবলার। মেসি বার্সার হয়ে এবং ক্রিশ্চিয়ানো রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক চমক দেখাচ্ছেন। কিন্তু চলতি মওসুমে তাদের দু’জনের মিলিত নৈপুণ্যের সমান নৈপুণ্য জেমি ভার্ডির। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মওসুমে অবিশ্বাস্য নৈপুণ্য লিস্টার সিটির এই খেলোয়াড়ের। বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে দুই দিনের ব্যবধানে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গালের ভবিষ্যতবাণী সত্য করার পথে তারা আরও একটু এগিয়ে গেছে। ডাচ কোচ মনে করেন, চলতি মওসুমে লিস্টার সিটির পক্ষে শিরোপা জেতা সম্ভব। সোমবার চেলসিকে ২-১ গোলে হারাতে লিস্টার সিটির হয়ে গোল করেন জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজ। এতে চলতি মওসুমে ইংলিশ স্ট্রাইকার ভার্ডির গোল সর্বোচ্চ ১৫। অন্যদিকে ফরাসি এ স্ট্রাইকার মাহরেজের গোল সংখ্যা ১১। এতে ভার্ডি এখন পর্যন্ত বর্তমান সময়ের সেরা দুই ফুটবলারের ওপরে। চলতি মওসুমে রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্সেলোনার স্ট্রাইকার মেসির গোল সংখ্যা ১০ ও ৫ গোল। অর্থাৎ দু’জনের গোলের সংখ্যা দাঁড়ায় ভার্ডির গোলের সমান। তাই ভার্ডির সামনে এখন মওসুম শেষে ইউরোপের সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জেতার সুযোগ। তবে ইউরোপের সেরা পাঁচ লীগে গোলে এখন পর্যন্ত তিনি দ্বিতীয়। জার্মানির বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ইউরোপের সর্বাধিক ১৮ গোল পেইরে এমেরিক আইউবামেংয়ের। অবশ্য বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ত লেওয়ানদস্কির গোলও ভার্ডির সমান ১৫। আর ১৪ গোল নিয়ে তাদের পেছনে আছেন তিন লীগের শীর্ষ তিন গোলদাতা- ফরাসি লীগে জালাতান ইবরাহিমোভিচ (পিএসজি), ইতালিয়ান সিরি আ’য় গঞ্জালো হিগুয়েইন (নাপোলি) ও স্প্যানিশ লা-লিগায় নেইমার (বার্সেলোনা)। ২০১২ সালের আগেও কোনো লিগে খেলতেন না ভার্ডি। ওই সালটিতে মাত্র ১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভেড়ায় লিস্টার সিটি। অন্যদিকে ২০১৪ সালের জানুয়ারিতে রিয়াদ মাহরেজকে মাত্র ৪ লাখ পাউন্ডে দলে ভিড়ায় লিস্টার সিটি। কিন্তু চলতি মওসুমে দলটিকে প্রিমিয়ার লীগের শীর্ষে তুলে শিরোপা জয়ের সম্ভাবনা এনে দেয়ার নায়ক তারা। চলতি মওসুমে দুজনের গোলের সংখ্যা ২৬ টি। ক’দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে গোল করে রেকর্ড গড়েছেন ভার্ডি। আর এখন সামনের দিকে এগিয়ে চলছেন দুরন্ত গতিতে। এতে এক মওসুমের ব্যবধানে ছোট দলের বড় তারকা বনে গেছেন তারা। দলের কোচ ক্লদিও রেনেইরিও তাদের নিয়ে শঙ্কায় আছেন। কোচ হুশিয়ারী সূত্র : মানবজমিন ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে