মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩১:১১

শেষ হচ্ছে কোটি ভক্তদের কোটি টাকার বিপিএল

শেষ হচ্ছে কোটি ভক্তদের কোটি টাকার বিপিএল

স্পোর্টস ডেস্ক: আজ পর্দা নামছে কোটি ভক্তদের, কোটি টাকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসরের। আজ ফাইনাল ম্যাচ দিয়ে আসরকে বিদায় জানাতে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট ডেস্টয়িামে মাঠে নেমেছে সেমিফাইনালের প্রথম কোয়ালিফায়ার দল কুমিল্লার এবং দ্বিতীয় কোয়ালিফায়ার দল বরিশাল বুসল। ২২ নভেম্বর রংপুর রাইডার্স বনাম চিটাগাং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এবারের টুর্নামেন্টটিতে প্রথম রাউন্ডে তিন পর্বে ১০টি করে ম্যাচ খেলেছে ৬টি দল। রাউন্ডের সেরা ৪ দল উঠেছিল শেষ চারে। শেষ চারের লড়াই শেষে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলস। শিরোপা জয়েরর প্রস্তুত সেরে পেলেছে দুই দল, প্রস্তুত মাঠ আর প্রস্তুত দুই দলের কোটি সমর্থক। এখন বাকি শুধু লড়াইয়ের। সেই লড়াইয়ে দেখা মিলবে বিপিএল তৃতীয় আসরের নতুন চ্যাম্পিয়নের। আর যে দলই চ্যাম্পিয়ন হোক এবার তাদের জন্যই হবে বিপিএলে এটি প্রথম শিরোপা। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে