মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৩:১০

‘গেইল না থাকায় বরিশাল বুলসের কোন সমস্যা হবে না’

‘গেইল না থাকায় বরিশাল বুলসের কোন সমস্যা হবে না’

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো বরিশাল বুলস বিপিএলে নাম লিখিয়ে ফাইনালে উঠেছে। অবশ্য বরিশাল থেকে এর আগেও একটি দল বিপিএলের ফাইনাল খেলেছিল। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাস নামের দলটি শিরোপার লড়াইয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে হেরে গিয়েছিল। এবারের আসরে বরিশাল বুলসের হয়ে লিগের প্রথম থেকেই খেলে আসছিলেন বরিশালের ছেলে শাহরিয়ার নাফীস। প্রথম দিকে ধারাবাহিকভাবে রান করতে না পারায় বাদ পড়েন। অভিজ্ঞ এ ক্রিকেটারকে রোববার একাদশে জায়গা করে দেয় টিম ম্যানেজম্যান্ট। প্রতিদানও দেন শাহরিয়ার। সাব্বির রহমান ও শাহরিয়ার বিপিএলের তৃতীয় উইকেটে সেরা ১২৪ রানের জুটি গড়ে রংপুরের দেওয়া ১৬১ রানের টার্গেটে বরিশালকে সহজ জয় এনে দেন। এতে শাহরিয়ারের অবদান ৪৪ রান। ফাইনাল ম্যাচের আগে নিজেকে স্বরূপে ফিরে পেয়ে স্বস্তি পাচ্ছেন শাহরিয়ার। নিজের দল যেভাবে খেলছে সেভাবে খেলতে পারলেই শিরোপা পাওয়া সম্ভব বলে মনে করছেন এই বাঁহাতি। বরিশাল বুলসের প্রতিনিধি হয়ে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন নাফিস। কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। এমটিনিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো: প্রশ্ন: ফাইনাল ম্যাচ নিয়ে আপনাদের পরিকল্পনা কি? শাহরিয়ার নাফীস: আমরা লিগ পর্ব এবং কোয়ালিফায়ারে ভালো খেলে ফাইনালে এসেছি। সেই খেলাটাই আমরা ধরে রাখতে চাই। আমরা ফাইনাল ভেবে নয়, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। তাহলেই আশা করি ভালো কিছু হবে। প্রশ্ন: আপনি বরিশালের ছেলে। ভেতরে ভেতরে কেমন অনুভূতি হচ্ছে যে আপনার দল ফাইনালে খেলছে? শাহরিয়ার নাফীস: হ্যাঁ, বরিশালের ছেলে হয়ে বরিশাল দলে খেলাটা আমাকে অনুপ্রাণিত করছে। একই সঙ্গে এখানে আমার আবেগও আছে। আমি চেষ্টা করব ফাইনালে আরো ভালো খেলতে। প্রশ্ন: প্রতিপক্ষ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কেমন মনে হচ্ছে? শাহরিয়ার নাফীস: কুমিল্লা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে। সুতরাং খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে হবে। ওদেরকে আমরা যথেষ্ট সমীহ করছি। কালকের (মঙ্গলবার) ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে। দুই দলই ভালো দল। খেলার আগে তাই কে জিতবে কে হারবে, এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমাদের লক্ষ্য থাকবে টুর্নামেন্ট জুড়ে যেভাবে খেলেছি, কালও সেভাবে খেলতে। প্রশ্ন: ক্রিস গেইল নেই। স্বাভাবিকভাবেই আপনাদের নির্ভরতা ওর দিকেই ছিল। কিন্তু সে না থাকায় কতটুকু সমস্যা হবে বলে মনে করছেন? শাহরিয়ার নাফীস: গেইল দলে নেই তাতে সমস্যা হবে না। ওকে ছাড়াও আমরা শেষ ম্যাচটি ভালোভাবেই জিতেছি। সবাই মিলে যদি পারফর্ম করি, তবে কালকেও (মঙ্গলবার) আমরা জিততে পারব। সূত্র: রাইজিং বিডি ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে