মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৭:০৪:৪৩

‘বিপিএলে না খেলে ফ্যাশন শোতে হাঁটলে ভালো করা যেত’

‘বিপিএলে না খেলে ফ্যাশন শোতে হাঁটলে ভালো করা যেত’

স্পোর্টস ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের। কিন্তু খুব কম খেলোয়াড়ই নিয়মিত খেলতে পেরেছেন আসরটিতে। এলিমিনেটর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া ওয়াহাব রিয়াজ বিপিএলে খেলতে পেরেছেন একটি মাত্র ম্যাচ। নিজের বিষয় মোটামুটি রেগে তেলে বেগুনে আগুন রিয়াজ। পিটিআইকে বাংলাদেশের ঘরোয়া হাই-ভোল্টেজ আসরটি প্রসঙ্গে তিনি বললেন, ‘বেশিরভাগ ম্যাচে উপেক্ষার শিকার হওয়া মেনে নেওয়া খুব সহজ ব্যাপার নয়। বিপিএলে না গিয়ে লাহোরের ফ্যাশন শোয়ের মঞ্চে হাঁটলেই ভালো করতাম। অন্তত ঢাকায় বসে সময় নষ্ট হতো না।’ একই অবস্থা তার সতীর্থ মিসবাহ-উল হকেরও। তাকে নিয়েও কথা বলেন রিয়াজ, ‘মিসবাহর জন্য ব্যাপারটা ছিল বেশি কঠিন। তবে সে নিজেকে সেই পরিস্থিতিতে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিল।’ ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে