মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:১২:২২

আজ ইতিহাসের পাতা উল্টে দিতে পারে মাশরাফি!

আজ ইতিহাসের পাতা উল্টে দিতে পারে মাশরাফি!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ পর্যন্ত আয়োজন হযেছে তিনবার। প্রথম দুইবারই শিরোপা জিতে সাফল্য পেয়েছেন মাশরাফি। তার হাত ধরে প্রথম দুই আসরে ট্রফি ঘরে তুলে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তবে এবারের আসরে নেই ঢাকা গ্ল্যাডিয়েটসের মতো চ্যাম্পিয়ান দলটি। অধিনায়ক মাশরাফিও খুঁজে নিয়েছেন নতুন আরো একটি দল। নিজেকে নেতা সাজিয়ে গড় তোলে নিয়েছে নতুন টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। আসরের শুরু থেকে দুর্দান্ত খেলা উপহার দিয়ে দলকে তুলে এসেছেন ফাইনালে। এখন শুধু অপেক্ষায় রয়েছেন নতুন করের বিপিএল ইতিহাসের পাতায় নিজের নামটি লেখাবার জন্য। আজ টানা তিন বার শিরোপা জয় দিয়ে বিপিএল ইতিহাসের পাতা উল্টে দিতে পারেন ম্যাশ। তবে ফাইনালে তার প্রতিপক্ষে বরিশাল বুলসকে ছোট করে দেখছেন কুমিল্লার এ অধিনায়ক। ফাইনাল খেলার আগের সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, বিপিএলের হ্যাটট্রিক শিরোপা থেকে আমি এখন অনেক দূরে দাঁড়িয়ে। তবে এটা অবশ্যই অনেক আনন্দের। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর এটি। টানা তিনবারের মতো ফাইনাল খেলছি, নিজের কাছে অনেক ভালো লাগছে। শেষটা ভালো করতে পারলে আরও ভালো লাগবে। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে