মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৪:৩৯

সম্মান বাঁচানোর ম্যাচেও ‘ব্যর্থ’ লিটন দাস

সম্মান বাঁচানোর ম্যাচেও ‘ব্যর্থ’ লিটন দাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৭ রানের টার্গেট দিয়েছ বরিশাল বুলস। জবাবে কুমিল্লার হয়ে ব্যাটিংয়ে নেমেছেন লিটন কুমার দাস ও ইমরুল কায়েস। শুরুতেই আগ্রাসী খেলতে দেখা যায় দুই ওপেনারকে। অধিনায়ক মাশরাফির ইচ্ছায় দলে সুযোগ পাওয়া লিটন দাস ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ সামির বলে ৬ বলে ৩ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরেন তিনি। মাঠে রয়েছেন ইমরুল কায়েস (১৬) ও আহমেদ শেহজাদ (৭)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৪ ওভারে ৩০ রান। বরিশার বুলস স্কোয়াড: মেহেদী মারুফ, সেকুগে প্রসন্ন, সাব্বির রহমান, শাহরিয়ার নাফিস, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), রায়াদ এমরিত, কেভিন কুপার, রনি তালুকদার (উইকেটরক্ষক), আল-আমিন হোসেন, নাদিফ চৌধুরী, মোহাম্মদ সামি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ড্যারেন স্টিভেন্স, আসহার জাইদি, আহমেদ শেহজাদ, অলোক কাপালি, শুভাগত হোম, আবু হায়দার রনি, নাইম ইসলাম জুনিয়র, নুয়ান কুলাসেকারা। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর প্রথমে খেলতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ ও শাহরিয়ার নাফীসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০ ওভারে ১৫৬ রান দাঁড় করায় বরিশাল বুলস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে