মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৯:৪৩

বিপিএলে ওরা পাচঁজন এবার রান ফেরিওয়ালা

বিপিএলে ওরা পাচঁজন এবার রান ফেরিওয়ালা

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ফাইনাল ম্যাচে বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস দুই দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ রানের লড়াই নিয়ে মাঠে নেমে পড়েন। এ লড়াই তামিম ইকবাল, তিলকরত্বে দিলশান এবং বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিযাদকে পিছনে ফেলে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। ২০১৫ বিপিএলে সর্বোচ্চ রান ফেরিওয়ালা কুমার সাঙ্গাকারা। এরপরের স্থানটি কুমিল্লার মারকুটে ব্যাটম্যান ইমরুলের। এবারে টুর্ণামেন্টে ১০ ম্যাচ খেলে ৩৪৯ রান করে সবার উপরে রয়েছেন সাঙ্গাকারা। আর ইমরুলের সংগ্রহ ১৩ ম্যাচে ৩১২ রান। তৃতীয় স্থানে আছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। তার সংগ্রহ ৯ ম্যাচে ২৯৮ রান। ১৪ ম্যাচ খেলে ২৯৭ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মাহমুদুদল্লাহ রিয়াদ। এ তালিকায় ২৬০ রান সংগ্রহ নিয়ে সেরা পাঁচে আছেন তিলকরত্বে দিলশান। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলতে নেমে মাহমুদুদল্লাহ রিয়াদ সামনে সহজেই তামিম-দিলশানকে টপকে যান ইমরুল কায়েস। ২৫৯ রান নিয়ে ম্যাচ খেলতে নেমেন ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমরুল। তবে এদিন বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহও ৪৮ রানে ঝড়ো ইনিংস খেলে দিলশানকে টপকে দেন। উল্লেখ্য, তামিম ইকবাল, তিলকরত্বে দিলশানের দল আগেই বিপিএল থেকে বিদায় নিয়েছে। ১৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে