মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৯:২৪

২০১৫-বিপিএলের পাঁচ আগুনঝড়া বোলার

২০১৫-বিপিএলের পাঁচ আগুনঝড়া বোলার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের সর্বোচ্চ উইকেট লড়াইয়ের আগুনঝড়া বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন পাঁচজন তরুণ তুর্কি। তারা হলেন, কেভিন কুপার, আবু হায়দার, সাকিব আল হাসান এবং আল আমিন হোসেন ও আসহার জাইদি। ২০১৫-বিপিএলের কেভিন কুপারকে চেনার টুর্নামেন্ট বললে ভুল হবে না। কারণ এবারের বিপিএলে ফাইনাল ম্যাচ আবু হায়দারের সাথে উইকেট যোদ্ধে সেরা বোলার হিসেবে জাগয়াটি দখল করে নিয়েছেন তিনি। কেভিন কুপার এ টৃর্ণামেন্টে ১০ ম্যাচে সংগ্রহ করেছেন ২২ উইকেট। এ তালিকায় ২১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু হায়দার। তিনি খেলে ১৪ ম্যাচ। রংপুরের অধিনায়ক সাকিব আল হাসানও ১২ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। তার আবস্থান তৃতীয় স্থানে। পঞ্চম স্থানে আছে দুই পেসার আল আমিন হোসেন ও আসহার জাইদি। তাদের উইকেট যথাক্রমে ১৭টি করে। ১৫ ডিসেম্বের,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে