শনিবার, ১১ মে, ২০১৯, ০৫:১৫:২০

বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ, কোন দলে জামাল ভূঁইয়া?

বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ, কোন দলে জামাল ভূঁইয়া?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। একাধারে তিনি বাংলাদেশ জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়কও। বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য আনন্দের খবর হলো এবার তিনি সুযোগ পেয়েছেন স্প্যানিশ লিগ লা লিগায়। 

তবে খেলোয়াড় হিসেবে নয়, ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। জানা গেছে, বার্সেলোনা বনাম এইবারের ম্যাচটির ধারাভাষ্য করবেন জামাল ভূঁইয়া। তবে রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল বেটিসের ম্যাচটির ধারভাষ্য দেয়ার সুযোগও রয়েছে তার সামনে। 

তবে যে কোনো একটি ম্যাচকে বেছে নিতে হবে। আর সেই তা সিদ্ধান্ত রয়েছে জামাল ভুঁইয়ার হাতেই। শুধু ধারভাষ্যই নয় ম্যাচ বিশ্লেষণেও দেখা যাবে তাকে। এজন্য আগামী ১৭ মে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন জামাল ভূঁইয়া। দুবাইভিত্তিক ক্রীড়া টেলিভিশন চ্যানেল বিইন স্পোর্টসের হয়ে কণ্ঠ শোনা যাবে বাংলাদেশ দলপতির।

এ বিষয়ে জামাল ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে বার্সেলোনা ও এইবার ম্যাচ ধারাভাষ্য দিতে বলা হয়েছে। রিয়াল মাদ্রিদের ম্যাচটিকেও বেছে নেয়ার সুযোগ রয়েছে আমার। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি যে, কোন ম্যাচের ধারাভাষ্য দিব। ’

ডেনমার্কে বেড়ে উঠা জামাল ভূঁইয়ার ফুটবলে হাতেখড়িও সেখানে। এরপর বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০১৫ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন জামাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে