সোমবার, ১৩ মে, ২০১৯, ১১:৪৭:৩১

ছক্কা মেরে একেবারে বল জঙ্গলে পাঠালেন মাহমুদউল্লাহ!

ছক্কা মেরে একেবারে বল জঙ্গলে পাঠালেন মাহমুদউল্লাহ!

স্পোর্টস ডেস্ক: ছক্কা মেরে একেবারে বল জঙ্গলে পাঠালেন মাহমুদউল্লাহ! চলতি ত্রিদেশীয় সিরিজে আজ ১৩ মে ৫ম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও উইন্ডিজ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকাল ৩:৪৫ মিনিটে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে উইন্ডিজ। ২৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ও সৌম্য।

তবে ব্যক্তিগত ২১ রানে নার্সের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তামিম। অন্যদিকে হাফসেঞ্চুরি তুলেই ফিরেন সৌম্য। তিনি ৫৪ রান করে ফেরেন। নার্সের বলে অ্যামব্রিসের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। এরপর নার্সের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে ২৯ রান করে ফেরেন সাকিব। মুশফিক-মিথুন ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

তবে তাদের জুটি ভাঙ্গেন ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার। হোল্ডারের বলে বোল্ড হয়ে ৪৩ রান করে ফেরেন মিথুন। মিথুনের ফেরার পর ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এদিকে মুশফিক ৬৫ বলে ৩ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তবে শেষ পর্যন্ত ৬৩ রান করে রোচের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে ফিরেন মুশফিক।

অন্যদিকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ ও সাব্বির। মাহমুদউল্লাহ ৩০ রানে অপরাজিত ছিলেন। ৪৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এরই ফলে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

এদিকে, ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছক্কা মেরে বল হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইন্ডিজের বিপক্ষে ইনিংসের ৪০.২তম ওভারে জেসন হোল্ডারের করা বলটিকে লং অনের ওপর দিয় ছক্কা হাঁকান রিয়াদ। মাহমুদউল্লাহর হাঁকানো ছক্কায় বল গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরের জঙ্গলে। টিভি স্ক্রিণে ওই বল হারানোর দৃশ্যটি একাধিকবার দেখায়।

এর আগে উইন্ডিজের হয়ে হোপ ৮৭, অ্যামব্রিস ২৩, চেজ ১৯, হোল্ডার ৬২ ও নার্স ১৪ রান করেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ৪টি, মাশরাফি ৩টি, সাকিব ও মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে