স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টের টিকিট পেতে আবেদন শুরুর প্রথম ১৫ দিনেই জমা পড়েছে ১৫ কোটিরও বেশি আবেদন, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, র্যান্ডম সিলেকশন ড্র পদ্ধতিতে পরিচালিত এই প্রথম ধাপে টিকিটের চাহিদা প্রাথমিক সরবরাহের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই বিপুল সাড়াকে ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তার এক অনন্য প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
ইনফান্তিনো বলেন, মাত্র দুই সপ্তাহে ১৫ কোটির বেশি আবেদন প্রমাণ করে যে ফুটবল বিশ্বের মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছে।
তিনি আরও জানান, ২০০টিরও বেশি দেশের সমর্থকদের এই আগ্রহ ২০২৬ বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্টে পরিণত করবে।
পরিসংখ্যান অনুযায়ী, এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা ১৯৩০ সালে শুরু হওয়া আগের সব বিশ্বকাপের মোট দর্শকসংখ্যাকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং তিন দেশের ১৬টি শহরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর শুরু হওয়া এই র্যান্ডম সিলেকশন ড্র প্রক্রিয়া চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। ফিফা জানিয়েছে, আবেদনের সময় নয় বরং সব বৈধ আবেদনকে সমান গুরুত্ব দিয়ে লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ দেওয়া হবে।
যারা এই ধাপে টিকিট পাবেন না, তাদের জন্য পরবর্তী ধাপগুলোতেও সুযোগ থাকবে। ২০২৬ সালের ১১ জুন উদ্বোধনী ম্যাচের আগে ধাপে ধাপে আরও কয়েক দফায় টিকিট বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছে ফিফা।