বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০১:০৮:১৬

দীর্ঘদিনের উপেক্ষিত সেই ক্রিকেটারই ফাইনালের নায়ক!

দীর্ঘদিনের উপেক্ষিত সেই ক্রিকেটারই ফাইনালের নায়ক!

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে জাতীয় দলে উপেক্ষিত অলোক। এমনকি বিপিএলেও প্লেয়ার্স বাই চয়েজ-এ অলক কাপালী ছিলেন উপেক্ষিত। কেউ দলে নেয়নি জাতীয় দলের সাবেক এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। নানা নাটকীয়তার পর বিপিএলে দল পাওয়া সেই অলকই শেষ পর্যন্ত ২৮ বলে অপরাজিত ৩৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক! এ বেশ অনেকক্ষণ উইকেটে থেকেও তখনও ডানা মেলতে পারেননি অলক। ২১ বলে রান ছিল ১৮। এক পর্যায়ে শেষ ৯ বলে ২৩ রান দরকার ছিল কুমিল্লার। হাত যখন ছিটকে যাচ্ছিল ম্যাচ। ঠিক সেই সময় হঠাৎ করেই ঝড় তুললো অলকের ব্যাট। দারুণ সব শটে রুদ্ধশ্বাস ফাইনালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়েছে অসাধারণ এক জয় এনে দিলেন কুমিল্লাকে। অথচ এই বিপিএলে তার খেলা নাও হতে পারত! বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজ-এ ছিলেন তিনি উপেক্ষিত। দল না পেয়ে হতাশায় মুষড়েও পড়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মাশরাফি বিন মুর্তজা এরপর কুমিল্লাকে অনুরোধ করেন অলককে দলে নিতে। তত দিনে অলকের প্রতি আগ্রহী হয় রংপুর রাইডার্স্। এমনকি রংপুরের হয়ে কদিন অনুশীলনও করেন অলক। কিন্তু দাবি ছাড়েনি কুমিল্লাও। এই নিয়ে চলে টানাপোড়েন। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর ঠিক আগে আগে কুমিল্লা পায় অলককে। বাংলাদেশের ক্রিকেটে প্রায় ভুলে যাওয়া একটি নাম হয়ে গিয়েছিলেন অলক কাপালি। আর সেই উপেক্ষিত অলকই শেষ পর্যন্ত ফাইনালে জয়ে নায়ক হলেন! ১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে