বুধবার, ১৫ মে, ২০১৯, ১১:৩০:০৬

টসে জিতে ফিল্ডিং করতে মাঠে নেমেছে বাংলাদেশ

 টসে জিতে ফিল্ডিং করতে মাঠে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তান অনূর্ধ্ব-১৬ এর বিপক্ষে ক্ষুদে টাইগাররা।

আজকে জিতলেই হোয়াইওয়াশ করবে জুনিয়ররা। ইতোমধ্যে সিরিজ জিতে গেছে বাংলাদেশ। এর আগে তিন দিনের টেস্ট ম্যাচের সিরিজটিও জিতেছে বাংলাদেশের ক্ষুদেরা। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে ব্যাট করতে নেমে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভারে বিনা উইকেটে ৭৬ রান সংগ্রহ করছে পাকিস্তান জুনিয়ররা। সামীর সাকিব ৩৬ ও হাসিবুল্লাহ ৪১ রানে ক্রিজে আছেন তারা।

বাংলাদেশের একাদশ:
মফিজুল ইসলাম রবিন, সাকিব শাহরিয়ার, খালিদ হাসান, সোহাগ আলী, রিয়াদ খান, আইচ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বি, শাহরিয়ার আলম মাহিন, আরিফ আহম্মেদ অনিক, শামসুল ইসলাম ইপন ও তাহজিবুল ইসলাম।

পাকিস্তান একাদশ:
মোহাম্মদ শেহজাদ, সামীর সাকিব, মোহাম্মদ ওয়াকাস, উমর ইমন, কাসিফ আলী, রেওয়ান মেহবুব সাঈদ, আলী আপান্দ, আসির মুঘল, হাসিবুল্লাহ, ফরহাদ খান ও আলীয়ান মেহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে