বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৭:৩৭

‘সবচেয়ে বড় ধন্যবাদটা অবশ্যই অলকের প্রাপ্য’

‘সবচেয়ে বড় ধন্যবাদটা অবশ্যই অলকের প্রাপ্য’

স্পোর্টস ডেস্ক : ‘আমিও আগেও বলেছি, এখনও বলছি – ক্রিকেটে কাগজ-কলমের হিসাব সব সময় সত্য হয়না। আমরা সেটাই প্রমান করেছি। আর এর জন্য অবশ্যই উপরওয়ালা আর টিম মেটদের ধন্যবাদ জানাতেই হয়।’ ম্যাচ শেষে পুরষ্কার গ্রহণের সময় অধিনায়কের অনুভূতি জানাতে গিয়ে একথা বলেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। ম্যাচের শেষে তামিম বার বার করে বললেন অলক কাপালী ও ইমরুল কায়েসের কথা। এই দুই ব্যাটসম্যান মিলেই যে ম্যাচটা প্রতিপক্ষের হাত থেকে বের করে এনেছেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদটা অবশ্যই অলকের প্রাপ্য। এর বাদে ইমরুলের কথাও মনে রাখতে হবে। ব্যাটিংয়ে ভাল সূচনাটা কিন্তু ইমরুলই এনে দিয়েছিল।’ ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম দুই দফায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা মাশরাফি জয় করলেন ভিন্ন আরেকটা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে