বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৩:১২

শেষ ওভারে মাশরাফি কেন ড্রেসিং রুমে ফিজিও বিছানায় শুয়ে ছিলেন?

শেষ ওভারে মাশরাফি কেন ড্রেসিং রুমে ফিজিও বিছানায় শুয়ে ছিলেন?

স্পোর্টস ডেস্ক : বরিশাল বুলসের বিপক্ষে বিপিএল ফাইনালে শেষ ওভারের খেলা দেখেননি মাশরাফি বিন মুর্তজা। তাহলে তিনি কোথায় ছিলেন? মাশরাফির ভাষায় চলুন জেনে নিই উত্তরটি ‘ মনের অজানা ভয়ে শেষ ওভারে আমি ড্রেসিং রুমে ফিজিও বিছানায় শুয়ে ছিলাম, যেটি আমার সবচেয়ে আপন!’ ম্যাচ শেষে সাংবাদিকদের হাসতে হাসতে এমন কথাই জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। শেষ ওভারে জয়ের জন্য কুমিল্লার প্রয়োজন ছিল ১৩ রান। ক্রিকেটার-টিম ম্যানেজমেন্টের অনেকে তখন রুদ্ধশ্বাস উত্তেজনায় কাঁপছেন ডাগ আউটে, কেউ কেউ ছিলেন ড্রেসিং রুমের ভিউয়িং এরিনায়। কিন্তু মাশরাফি ছিলেন না এই দুই জায়গার কোথাও! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি হাসতে হাসতে জানালেন, মনের অজানা ভয় থেকেই তিনি ছিলেন ভিউয়িং এরিনার পেছনে মূল ড্রেসিং রুমে। ফিজিও বিছানায় শুয়ে ছিলাম, যেটি আমার সবচেয়ে আপন! ‘শেষ ওভারে বাইরে থাকিনি। ড্রেসিং রুমের ভেতরে ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল, ড্রেসিং রুমের ভেতরে থাকলে ম্যাচটা জিতে যাব।’ চোট-জর্জ ক্যারিয়ারে যেখানে জীবনের অনেক অনেক সময় কাটাতে হয়েছে, সেই ফিজিওথেরাপির সেই বিছানা নিয়েও করলেন স্বভাবসুলভ রসিকতা। শেষ ওভারের আগে অবশ্য টিভি ক্যামেরায় মাশরাফিকে দেখা গেছে ভিউয়িং অ্যারেনায় টেনশন নিয়ে পায়চারি করতে। কথা বললেন সেটা নিয়েও। তিনি বলেন, ‘শেষ ওভারের আগে পায়চারি করছিলাম। বাংলাদেশ দলের খেলা চলার সময় প্রায়ই ওখানে আমি পায়চারি করি। আজো তেমনই ছিল।’ ১৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে