শনিবার, ১৮ মে, ২০১৯, ০২:০২:৫০

‘ধনুক ভাঙ্গা পণ’ করে মাঠে নেমেছিলেন মোসাদ্দেক

‘ধনুক ভাঙ্গা পণ’ করে মাঠে নেমেছিলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে আয়ারল্যান্ডে বিপক্ষে কালকের চেয়ে অনেক সুবিধাজনক ও মজবুত অবস্থানে থেকেও ম্যাচ শেষ করে বিজয়ীর বেশে সাজঘরে ফিরতে পারেননি। আইরিশ ফাস্ট বোলার মার্ক এডারের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ১৪ রান করে।

কিন্তু কাল সেই মোসাদ্দেকের অন্যরুপ। একদম আস্থার প্রতিমূর্তি। যেন ‘ধনুক ভাঙ্গা পণ’ করে মাঠে নেমেছিলেন, যে করেই হোক আজ দল জিতিয়েই মাঠ ছাড়বো আমি। তাই করেছেন। হঠাৎ মোসাদ্দেকের এই রূপবদল?

এমন কি হলো যে প্রায় রাতারাতি নিজেকে পাল্টে খোলস ছেড়ে বেরিয়ে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হলেন? এ কৌতূহলী প্রশ্ন এখন সবার মুখে মুখে। এমন নয়, হঠাৎ আলাদীনের আশ্চর্য্য জাদুর ‘চেরাগ’ পেয়ে নিজেকে বদলে ফেলা। কিংবা গত দুই তিন মাস ইংলিশ কাউন্টি, ভারতের আইপিএলের মত বড় আসরে অংশ নিয়ে অনেক আত্মবিশ্বাস ও আস্থা অর্জন।

মাঝের সময়টায় জাতীয় দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি আর হেড কোচ স্টিভ রোডও যে তাকে নিয়ে অনেকটা সময় ধরে বিশেষ ট্রেনিং করেছেন- তাও নয়। তাহলে কিভাবে হঠাৎ আত্মবিশ্বাস-সামর্থ্যের প্রতি আস্থা এত প্রবল হলো মোসাদ্দেকের?

আমি পারবো, আমাকে পারতেই হবে- এমন দৃঢ় সংকল্প আর ইচ্ছে জাগলো কোত্থেকে? এখন চলছে তা নিয়ে জল্পনা কল্পনা। অনেকেই মত দিচ্ছেন। বিশেষজ্ঞ মতামত চলছে মোসাদ্দেককে নিয়ে। তবে যারা তাকে খুব কাছ থেকে দেখেন, তার খুব কাছের- তারা জানেন এ সাফল্যের রহস্য।

আসলে এবারের প্রিমিয়ার লিগে আবাহনীর মত বড় দলের নেতৃত্ব দিতে গিয়েই নিজেকে বদলে ফেলেছেন মোসাদ্দেক। অনেক তারার ভিড়েও আকাশী হলুদ শিবিরকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন কার্যকর অবদান। আসুন দেখে নেয়া যাক এবার লিগে মোসাদ্দেকের ব্যাটিং পারফরমেন্স।

প্রথম পর্ব আর সুপার লিগ মিলে ১৬ খেলায় ১৪ বার ব্যাট করে ৪ বার নট আউট থেকে মোট সংগ্রহ ৪৮৮ রান। গড় ৪৮.০০, স্ট্রাইকরেট ৭৪.৮৪। ছয়বার পঞ্চাশের ঘরে পা রাখা মোসাদ্দেকের ফিফটি ছিলো পাঁচটি, আর সেঞ্চুরি একটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে