বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৮:৩৭

নিজ দলের এক ক্রিকেটারের কারণেই হেরে যায় বরিশাল বুলস

নিজ দলের এক ক্রিকেটারের কারণেই হেরে যায় বরিশাল বুলস

স্পোর্টস ডেস্ক : নিজ দলের এক ক্রিকেটার দায়ি এই হারের জন্য। গোটা ম্যাচে দাপট ছিল বরিশাল বুলসের। কিন্তু দুর্ভাগ্য বরিশাল বুলসের। এর আগেও ফাইনালে এসে হেরে যায় বরিশাল বুলস। এ নিয়ে দুইবার হলো সেই বেদনার কাব্য। ম্যাচের শেষের দিকে অতিমানবীয় ইনিংস খেলেন অলক কাপালি। অলক কাপালি এমন ক্রিকেট খেলতে জানেন যেটা ছিল অনেকেরই অজানা। কাপালির সেরা সময় ছিল সেটি। কোনো বল বাকি থাকেনি। সইসই ১৫৭ রানের টার্গেট পূর্ণ করেছে কুমিল্লা। দেখা যায় ফাইনালে বরিশালের হেরে যাওয়ার জন্য দায়ি সাব্বির রহমান। সাব্বির ১৯ টি বল খেলে ৯ রান করেন। এখানে নেই কোনো বাউন্ডারি। সাব্বির টি-টোয়েন্টিতে টেস্ট সুলভ ক্রিকেট খেলেছেন। শুধু তাই নয় পরাস্ত হয়েছেন। সাব্বির রহমান স্বাভাবিক ক্রিকেট খেলতে পারলে জয় পেত বরিশাল বুলস বলে ধারনা এখন। ১৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে