বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:১২:৪৬

বিপিএল শেষে কোন দল ও খেলোয়াড় কি পুরস্কার পেল?

বিপিএল শেষে কোন দল ও খেলোয়াড় কি পুরস্কার পেল?

স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস ম্যাচের মাধ্যমে বিদায় নিল বিপিএল আসর ২০১৫। ফাইনালটা ফাইনালের মতই হয়। প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ্য ও দেখার মত। জাতীয় দল থেকে বাদ পড়া তারকাদের ঝলকানি ছিল শেষ ম্যাচে। এ প্রান্তে শাহরিয়ার ও তার বিপক্ষ দলে ছিলেন অলক কাপালি। শেষ ম্যাচে জয়ের নায়ক অলক কাপালি। বরিশাল টিমে শাহরিয়ার ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ২৮ বলে ৩৯ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন কাপালি। কাপালি ম্যাচ সেরা হন। ম্যাচ সেরা হওয়ায় ৫০০ ডলার পান তিনি। এই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এক পাকিস্তানি। এই মানুষটা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আসহার জাইদি। ১১ ম্যাচে ২১৫ রান এবং ১৭ উইকেট পাওয়ায় এই অর্জন তার নামের পাশে। ২০১৫ বিপিএলে সেরা অলরাউন্ডার পারফর্মও তার। বিশ্বসেরা অল রাউন্ডারের দেশে দাপট দেখালেন কুমিল্লা দলের এই জাইদি। ৫০০০ ডলার দেয়া হয়েছে তাকে। সবচেয়ে মূল্যবান বাংলাদেশী প্লেয়ারও কুমিল্লা দলের। তিনি হলেন, আবু হায়দার রনি। টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলে তিনি পেয়েছেন ২১ উইকেট। ২০০০ ডলার পেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন দল পেয়েছে দুই কোটি টাকা। রানার্স-আপ বরিশাল বুলস পেয়েছে ৭৫,০০,০০০ টাকার প্রাইজমানি। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে